Thursday, December 24, 2009

XP তে ও Seven এর মত Automatic Wallpaper Change করুন


যারা Windows Seven ব্যবহার করেছেন, Wallpaper Automatic বদল হওয়ার মজা তারা পেয়েছেন। এ কাজটি Windows XP তে ও করানো যায়। এর জন্য দরকার বাড়তি সফটওয়্যার যার নাম Caledos Automatic Wallpaper Changer। এই সফটওয়্যারটি পাবেন এই ঠিকানায়। Download Now এ ক্লিক করার কিছুখন পর caledo656.zip নামে একটি ফাইল আসলে সেভ করে নিন। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করার জন্য ফাইলটির উপর রাইট ক্লিক করে Extract File এ ক্লিক করে আনজিপ করুন। এবার setup এ ক্লিক করে install করুন। তবে “Microsoft .NET Framework 3.5 SP1” Install না থাকলে এটি নিজেই নেট থেকে নামাতে থাকে। আপনি চাইলে ম্যানুয়ালি নিজে ও নামিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে এই লিংক এ। ইচ্ছে করলে এখান থেকেও নামাতে পারেন।

জিমেইল এর জন্য ফায়ারফক্স এর মজার একটি এড-অন



Gmail ব্যবহারকারীরা এর গতানুগতিক লগিন থিম দেখে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই বোরিং লাইফ থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজেই ফায়ারফক্সের একটি ছোট্ট এক্সটেনশন ব্যবহার করে। এর নাম Google Redesigned। এডঅনটি ফায়ারফক্স এ এড করার পরে জিমেইল visit করে দেখুন কেমন লাগে। এক্সটেনশনটি নিজে থেকে আপডেট হয়। ফলে নিত্য নতুন আপডেটের সাথে নতুন নতুন আউটলুক পেয়ে যাবেন খুব সহজেই।

Sunday, December 13, 2009

পাল্টে ফেলুন ফেসবুকের থিম


সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম :)। খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন।
আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগিন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি।

Thursday, December 10, 2009

একাধিক Google Talk রান করুন এক সাথে


ইদানিং চ্যাট করার জন্য Google Talk একটি জনপ্রিয় সফটওয়্যার Google Talk সাধারনত একটা পিসিতে একটা উইন্ডোর বেশি রান হয় না ফলে আপনার যদি একাধিক Gmail আইডি থাকে সবগুলো থেকে এক সাথে লগিন করতে পারবেন না অথবা এক পিসিতে কয়েকজন এক সাথে লগিন করতে চাইলে তাও সম্ভব নয় তবে মন খারাপ করার কিছু নেই চেষ্টা করলে সব কিছুতেই একটা না ব্যবস্থা হয়ে যায় চলুন দেখি কত সহযে উপরোক্ত সীমাবদ্ধতা দুর করা যায়

আপনার একটি Gmail আইডি থাকলেই এই সফওয়্যারের মাধ্যমে চ্যাট করতে পারবেন

ধরে নিচ্ছি, আপনার পিসিতে C:\Program Files\Google\Google Talk\ লোকেশনে Google Talk ইনস্টল করা আছে

১. ডেস্কটপে খালি যায়গায় রাইট ক্লিক করে New -> Shortcut এ ক্লিক করুন
২. Type the location of the item: এর নিচের টেক্সট বক্সে নিচের লেখাটি কপি করে পেস্ট করুন

"C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /nomutex

৩. Next দিন
৪. Finish দিন

ডেস্কটপে Google Talk এর একটা শর্টকাট দেখতে পাবেন এই শর্টকাট থেকে যত খুশি Google Talk রান করতে পারবেন

একই পিসিতে একাধিক YAHOO! Messenger চালু করার কৌশল


একই পিসি থেকে একাধিক YAHOO! Messenger চালু ও একাধিক আইডি দিয়ে ইয়াহুতে চ্যাটিং করা যায়।

১. Win Key + R চাপুন অথবা Start এ গিয়ে Run এ ক্লিক করুন।
২. regedit লিখে এন্টার দিন।
৩. HKEY_CURRENT_ USER -> Software -> yahoo -> pager এ ক্লিক করুন।
৪. Pager এ গিয়ে Test এ রাইট মাইস ক্লিক করে New তে গিয়ে DWORD প্রেস করুন, নাম দিন Plural এবং ভ্যালু সেট করুন 00000001

৫. Registry Editor বন্ধ করে পিসি রিস্টার্ট দিন। আর যত খুশি ID দিয়ে চ্যাটিং করুন।

Wednesday, December 9, 2009

ফ্রি SMS করুন kuripotxt থেকে

বিনামূল্যে বিভিন্ন সাইট থেকে এসএমএস করা যায় আবার পরবর্তীতে এই সুবিধা সীমিত বা বন্ধও হয়ে যায়। সমপ্রতি এরকমই ফ্রি এসএমএস এর একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে। এজন্য www.kuripotxt.net সাইটে গিয়ে মোবাইল নম্বর বক্সে দেশের কোডসহ (যেমন, +৮৮০১৭১৩******) মোবাইল নম্বর লিখে নিজের ম্যাসেজ বক্সে ১৬০ ক্যারেক্টারের ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করলেই হবে। প্রাপকের মোবাইলে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর দেখাবে। বাংলাদেশে গ্রামীনফোন, ওয়ারিদ এবং একটেল অপারেটর সমর্থন করে। বর্তমানে আনলিমিটেড এসএমএস করা যাবে। পরে কি হয় কে জানে।
এই লিংকটি নেয়া হয়েছে http://www.shamokaldarpon.com/?p=1921 থেকে।

Monday, December 7, 2009

মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে কিছু টিপস

Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার করুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।

HTTP PIPELINING এনাবল করুন:
১. HTTP পাইপলাইনিং এনাবল করে আপনি ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু'টো ভ্যালু পাবেন।
২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)

HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:
১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে ফিন্টারে টাইপ করুন- network.http.proxy.pipelining।
২. network.http.proxy.pipelining অপশনের ভ্যালু পরিবর্তনের জন্য ডাবল ক্লিক করে True করুন।
৩. ফিন্টার বক্সে network.dns.disableIPv6 লিখুন।
৪. network.dns.disableIPv6 অপশনে ডাবলক্লিক করে True করুন।

CONTENT INTERRUPT PARSING যুক্ত করুন:
১. এই অপশনটি আগে থেকে থাকে না। সুতরাং আপনাকে যুক্ত করে নিতে হবে।
২. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
৩. New boolean value নামের যে পপ আপ উইন্ডোটি আসবে সেখানে content.interrupt.parsing টাইপ করুন।
৪. True ভ্যালু সেট করে OK করুন।

CONTENT MAX TOKENIZING TIME যুক্ত করুন:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.max.tokenizing.time লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে 2250000 সেট করে OK করুন।

CONTENT NOTIFY ONTIMER:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
২. পপ আপ বক্সে content.notify.ontimer টাইপ করে ওকে করুন।
৩. ভ্যালু হিসেবে True নির্বাচন করুন।

CONTENT NOTIFY BACKOFFCOUNT:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.notify.backoffcount লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে সেট করুন ৫।

Firefox বন্ধ করে আবার চালু করুন এবং ব্রাউজ করে দেখুন। পার্থক্যটা নিজেই ধরতে পারবেন।

Sunday, December 6, 2009

পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন CD/DVDROM

আনেক সময় দেখা যায়, আপনি আপনার কম্পিউটার চালু রেখে হয়ত কোন কাজে বাহিরে গেছেন এসে দেখছেন এরই মধ্যে আপনার রুমমেট আপনার কম্পিউটারে CD দিয়ে ছবি দেখা শুরু করল আপনার একটা জরুরী কাজ ছিল কম্পিউটারে কিন্তু রুমমেট কে কিছু বলতে পারছেন না শুধু মনে মনে খুব বিরক্তি বোধ করছেন আপনি চাইছেন কেউ যেন আপনার কম্পিউটারের CDROM বা DVDROM অপনার অনুমতি ছাড়া ব‌্যবহার করতে না পারে এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? যদি চাঁদে যাওয়া সম্ভব হয়, তবে এটা আর এমন কি? :) একদম পাসওয়ার্ড মেরে লক করে রেখে যান আপনার কম্পিউটারের CDROM বা DVDROM

এজন্য আপনাকে একটা সফটওয়্যার ডা‌উনলোড করতে হবে সফটওয়্যারটি ১০০% ফ্রি ডা‌উনলোড করুন এই লিংক থেকে ডা‌উনলোড শেষে এখন সফটওয়্যারটি ইনস্টল করুন চালু করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা সিডি আইকন আইকনটিতে ক্লিক করুন Bearbeiten -> Optionen -> Sprache তে গিয়ে English সিলেক্ট করে Apply দিন Edit -> Preferences এ Password protection এ টিক চিহ্ন দিন পাসওয়ার্ড লিখে থেকে OK -> Apply ক্লিক করুন all CD/DVD drives টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন(Lock সিলেক্ট থাকতে হবে) এখন দেখুন তো আপনার CD/DVD ওপেন হয় কিনা? আর আনলক করতে চাইলে unlock সিলেক্ট করে OK দিন পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে OK দিন আনলক হয়ে যাবে

আপনার পিসির স্পীড বাড়ানোর জন্য ব্যবহার করুন Windows Doctor

আমরা সবাই চাই আমাদের কম্পিউটারটি Fast চলুক আর আপনার পিসির স্পীড বাড়ানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন Windows Doctor সফটওয়্যারটি এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার পিসিকে Trojans, viruses and spyware আক্রান্ত করতে পারবে না আপনি সফটওয়্যারটি ইনষ্টল দিয়ে রেজিষ্ট্রেশন করে ফুল ভার্সন করে নিবেন তারপর System Security নামে একটি লেখা দেখতে পাবেন আপনি তাতে ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Next এ দেন তারপর Repair এ ক্লিক করুন (তবে আপনি এ কাজটি করার আগে আপনার পিসির সাথে নেট কানেকশন দিয়ে নিবেন) Registy Cleanup নামে আরেকটি লেখা দেখবেন ঐ খান ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Clean এ ক্লিক করুন Privacy Cleanup নামে আরেকটি লেখা দেখবেন ঐ খান ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Clean এ ক্লিক করুন তারপর System Speed-up নামে আরেকটি অপশন দেখবেন তাতে ক্লিক করুন Analyze এ ক্লিক করে Optimize এ ক্লিক করুন তাছাড়া আপনি এই সফটওয়্যারটি দ্বারা আপনার কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশের তথ্য জানতে পারবেন তাহলে আর দেরী কেন আজই ডাউনলোড করুন এই লিংক থেকে
আপনারা SL NO. এর জন্য আমাকে মেইল করুন cominfo2021@gmial.com

Thursday, December 3, 2009

কম্পিউটার কে কিছুটা ফাস্ট করুন

খুব ছোট্ট একটা টিপস আপনাদের সবার জন্য। কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার স্লো কম্পিউটার কে কিছুটা ফাস্ট করতে পারেন। আর আপনার এই কাজটি করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। এটা মূলত RAM কে টুইক করা। এর মাধ্যমে RAM এ অবস্থানরত ডাটাকে পেজ ফাইলে সরিয়ে দেওয়া হয়। ফলে RAM কিছুটা খালি হয়ে যায় এবং কম্পিউটারের স্পীড কিছুটা বেড়ে যায়। খেয়াল রাখবেন এটা একবার করলে হবে না, যখনই পিসি একটু স্লো মনে হবে তখনই করতে হবে। আসুন দেখি কি ভাবে এটা করা যা‌য়।

১. প্রথমে Notepad চালু করুন।
২. নিচের কোডটি লিখুন।

MYSTRING=(80000000)

৩. এবার File -> Save ক্লিক করুন।
৪. Save as type: এ All Files সিলেক্ট করুন।
৫. File name: এ ram.vbe লিখে ডেস্কটপে সেভ করুন।
৬. ডেস্কটপ থেকে সেভ করা ram ফাইলটিকে ডাবল ক্লিক করুন।

Mozilla firefox কে ভিস্তার মত করুন

মজিলা ফায়ারফক্স একটি জনপ্রিয় ব্রাউজার অনেকেই এটি ব্যবহার করেন এমন কি cae.com.bd কে ভালভাবে দেখানোর জন্য এটি ব্যবহার করতে বলে যাইহোক, ফায়ারফক্সের ডিফল্ট থিমটা যদি আপনাদের ব্যবহার করতে করতে আর ভাল লাগে তাহলে এটিকে ভিস্তার মত করতে পারেন এজন্য এই অ্যাড- অনটি ইনস্টল করতে হবে খুবি ছোট একটি Add-on, ডাউনলোড করাও খুব সহজ, ইন্সটল হয়ার পরে ফায়ারফক্স রিস্টার্ট করুন, আপনা আপনিই এটি ইন্সটল করা শুরু হবে, তারপর ফায়ারফক্স রিস্টার্ট করুন ব্যাস কাজ শেষ দেখুন আপনার ফায়াফক্সের চেহারা কেমন হয়ে গেল এড-অনটি ডাউনলোড করুন এই লিংক থেকে

কম্পিউটারকে হ্যাং এর হাত থেকে বাঁচান

উইন্ডোজ এক্সপিতে অনেক সময় দেখা যায় অফিস প্রোগাম, উইনএম্প এবং অন্যান্য প্রোগাম গুলো চলন্ত অবস্থায় কম্পিউটার হ্যাং হয়ে যায় আর লেখা আসে Not Responding এবং Close বাটন এ ক্লিক করার সাথে সাথে সকল কাজ বন্ধ হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন।

১. Start -> Run এ regedit টাইপ করে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_CURRENT_USER -> Control Panel -> Desktop এ ক্লিক করুন।
৩. ডানপাশে AutoEndTask এ রাইট ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: 0 এর পরিবর্তে 1 লিখে OK ক্লিক করুন।
৪. এখন থেকে Not Responding গ্রোগ্রামগুলো সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ফলে পিসি হ্যাং হবে না।

Thursday, November 26, 2009

আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিন!!

আজ থেকে আপনি চাইলে আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! আবার নেভানো ও যাবে। আপনি যেহেতু আগুনটা ধরিয়েছেন আপনিই নেভাতে পারবেন। আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। খুবি মজার আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরান আবার নেভান। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। এখন বলি কিভাবে আগুন লাগাবেন আপনার ডেক্সটপে। প্রথমে আপনাকে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে সফটওয়্যারটি চালূ করুন। চালূ করার পরে start over লেখাটি দেখতে পাবেন। ঐখানে ক্লিক করে আপনি আপনার খুশি মতে আপনার ডেক্সটপে আগুন লাগাতে পারেন মাউস দিয়ে। আপনি চাইলেই আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিকেও আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারেন। এই জন্য আপনাকে যেতে হবে about এ। about গিয়ে দেখতে পাবেন নিছে লিখা আছে my desktop icons on fire। ঐ খানে ক্লিক করুন। তা হলেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে ও আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান :)। files এ গিয়ে load আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান। ভালো লাগলে জানাবেন। আরো একটা মজার সফটওয়্যার আছে আমার কাছে আপনাদের ভালো লাগলে ঐটাকে নিয়ে লিখবো।

WindowsXp তে চোখের পলকে Minimize/Maximize করা

আপনি চাইলে WindowsXp তে Minimize/Maximize এর গতি বাড়িয়ে নিতে পারেন। এজন্য Start Menu -> Run ক্লিক করুন অথবা keyboard থেকে Win + r টাইপ করুন। এবান Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে। HKEY_CURRENT_USER > ControlPanel > Desktop > WindowMetrics থেকে MinAnimate এ ডাবল ক্লিক করুন এবং মান ১ এর স্থানে ০ করে দিন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর Minimize/Maximize করেলই বুঝতে পারেবন।

আপনি কি বাংলা গান Download করতে চান?

যারা ইন্টারনেটে গান খুজেন তাদেরকে বলছি, আপনারা চাইলে সহজে http://www.music.com.bd এই সাইট থেকে পছন্দের গান ডাউনলোড করতে পারবেন এই সাইটে লেটেস্ট গান সহ পুরাতন গান পাবেন এই সাইট ছাড়াও আরও বেশ কিছূ ওয়েবসাইট রয়েছে, সেইগুলো হল:
www.murchona.com
www.community.polapain.com
www.gaanwala.net
www.mybanglamusic.com
www.banglamusic.com
www.bdbangla.com
www.mehreen.net
www.gaanwala.net/
www.deshiportal.com
www.bdmusiconline.com
www.banglamp3s.com/ thumbs_up
www.ferdous.org
www.banglamusic.com
www.music.com.bd
www.polapain.com
www.murchona.com
www.samsmusiczone.com
www.mybanglamusic.com/mp3/index.php?dir=Band
www.deshikotha.com/component/opt … Itemid,91/
www.amaderzone.com/
www.amarshonarbangla.com/
www.banglamoviesonline.com/
www.banglamusic.com/
www.desigaan.com/dg/ thinking
www.banglanatokdownload.com/
www.banglasmash.com/
www.banglasur.com/
www.basicallyshetai.com/
www.bdbangla.com/
www.bd-dramaserials.com/
www.bd-natok.com/
www.bengaliguru.com/
www.bengalimusiconline.com/
www.deshikotha.com/
www.dramaserials.com/
www.fatafatibangali.com/
www.freefellows.com/
www.idesiworld.com/
www.infobangladesh.com/music
www.music.com.bd/
www.mybanglamusic.com/
www.pagolmon.com/
www.doridro.com/
www.surerbhubone.com/
www.banglasangeet.com/index.html



Tuesday, November 24, 2009

ওয়েবসাইট না খুলেই PageRank, Alexa rank দেখুন

কোন ওয়েবসাইট Google PageRank বা Alexa rank কত তম তা জানতে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে দেখতে হয়। কিন্তু যদি আলাদা কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ব্রাউজ করার সময় চলতি ওয়েব সাইটের Google PageRank বা Alexa rank দেখা যায় তাহলে কেমন হয়!
ফায়ারফক্সের SearchStatus এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/321 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার কোন ওয়েবসাইট খুলে দেখুন স্ট্যাটাসবারে উক্ত সাইটের Google PageRank বা Alexa rank দেখা যাচ্ছে। এছাড়াও SearchStatus আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Enable এ Compete ranking এবং mozRank চেক করে স্ট্যাটাসবারে আনতে পারবেন। আর চলতি ওয়েব সাইটটির সাইটম্যাপ, রোবট, আর্কাইভ, হুইজ ইত্যাদি সহজেই দেখতে পারবেন।

সফটওয়্যার ছাড়ায় স্কাইপীতে ভয়েস চ্যাটিং করা

জনপ্রিয় ভয়েস এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্ক্যাইপীতে চ্যাটিং করতে হলে সফটওয়্যার ডাউনলোড করে চ্যাটিং করতে হয়। কিছু দিন আগেও ইয়াহু, গুগলে ডেক্সটপ ক্লাইন্ট ছাড়া চ্যাটিং করা যেত না। বর্তমানে অনলাইনেই ইয়াহুতে চ্যাটিং করা যায় আর গুগলে ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। স্কাইপীর সাইটে এমন সুযোগ না থাকলেও আইএমও এমন সুযোগ করে দিয়েছে। ফলে কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র লগইন করেই স্ক্যাইপীতে চ্যাটিং করা যাবে।
এজন্য www.imo.im সাইটে গিয়ে স্কাইপী নির্বাচন করে লগইন করে ভয়েস বা ভিডিও চ্যাটিং করতে পারেন। আইএমওতে স্কাইপী ছাড়াও একই সাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা ফেসবুকের আইডি দ্বারা লগইন করেও চ্যাটিং করা যাবে।
এছাড়াও আইএমও এর মাত্র ৯৬৪ কিলোবাইট ডেক্সটপ ক্লাইন্ট দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপী দ্বারা চ্যাটিং করতে পারবেন। এমনই আরেকটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হচ্ছে পিজিন

শেষ হতে যাচ্ছে DV 2011 পোগ্রাম

আগামী ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত ডিভি ২০১১ পূরণ করা যাবে শেষের দিকে সার্ভার ব্যস্ত থাকায় শুরুর দিকে ডিভি পূরণ করা উচিত ডিভি ২০১০ এ বাংলাদেশ থেকে ৬০০১ জন জয়ী হয়, যা বিশ্বের মধ্যে প্রথম ডিভি ২০১১ এর সকল নিয়ম কানুন ২০১০ এর মতনই ওয়েসাইটের ঠিকানা: www.dvlottery.state.gov এবং মূল এ্যাপলিকেশনের ঠিকানা: www.dvlottery.state.gov/application.aspx ছবি সংক্রান্ত এবং অনান্য তথ্য পাওয়া যাবে http://www.shamokaldarpon.com/?p=807 এবং http://travel.state.gov/visa/immigrants/types/types_1318.html থেকে আপনি যদি Firefox ব্যাবহার করেন তাহলে এই www.dvlottery.state.gov সাইটে গিয়ে SSL ENTRY প্রবেশ করে আবেদন করতে পারবেন

Saturday, November 21, 2009

অনলাইনে ছবি কাটা ছেড়া করা

অনলাইনে ছবি সম্পাদন করার অনেক সাইট আছে। ‘কাট মাই পিক’ সাইটে তেমনই একটি সাইট যেখানে ছবি কাটা বা কর্ণার করা বা ছায়া যুক্ত করা যাবে। আর সেই সাথে সম্পাদন করা ছবি ডাউনলোড বা মেইল করা যাবে।
স্টেপ ১) এজন্য www.cutmypic.com সাইটে গিয়ে ছবি ব্রাউজ করে GO
বাটনে ক্লিক করুন।
স্টেপ ২) এবার ছবির কতটুক রাখতে চান তা নির্বাচন করুন বাম পাশের Original Pic থেকে। মাঝের কর্ণার এবং ড্রপ সেডো নির্বাচন করে ডানে Preview বাটনে ক্লিক করে প্রিডিউ দেখুন। কাজ শেষ হলে Done! বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩) ছবিটি কাউকে মেইল করতে ফরম পূরণ করে Send! বাটনে ক্লিক করুন আর কম্পিউটারে সেভ করতে ডানেরSave Your Pic! বাটনে ক্লিক করে সেভ করুন।


উইন সিক্রেট ২০০৯: দারুন টোয়ীক সফটওয়্যার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী বিভিন্ন টোয়ীক সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে টোয়ীক নাউ এর উইন সিক্রেট ২০০৯ অন্যতম। অনান্য টোয়ীক সফটওয়্যার থেকে এর পার্থক্য হচ্ছে এতে কিছু অনন্য টোয়ীক রয়েছে। যেগুলো এ্যাপলিকেশন, কন্ট্রোল প্যানেল, ডেক্সপট, বিবিধ, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, ওইএম ইনফো, স্পেসাল ফোল্ডারস, র্স্টাট মেনু, ইউজার একাউন্টস, উইন্ডোজ কেয়ার, উইন্ডোজ এক্সপ্লোরার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই একই সফটওয়্যার নির্মাতার আরেকটি টোয়ীক সফটওয়্যার হচ্ছে ‘টোয়ীক নাউ পাওয়ার প্যাক ২০০৯’। ৪.৭৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই ‘টোয়ীক নাউ উইন সিক্রেট ২০০৯’ সফটওয়্যারটি www.tweaknow.com থেকে ডাউনলোড করতে পারবেন।

Wednesday, November 18, 2009

নেট প্লেয়ারে চলবে ইন্টারনেট রেডিও এবং টিভি

ইন্টারনেট টিভি দেখতে সাধারণত টিভি চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয় আর রেডিও ক্ষেত্রেও একই পদ্ধতি। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়!
এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাস নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন। এই সফটওয়্যারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাস নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। মাত্র ২.১৭ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.skytouch-software.com থেকে ডাউনলোড করতে পারবেন।

ফাইলজিলাতে একাধিক একাউন্ট লগইনের সুবিধা

জনপ্রিয় এফটিপি সলুশন ফাইলজিলা (Filezilla) সমপ্রতি নতুন সংস্করণ ৩.৩.০ ফাইলজিলা ক্লাইন্ট অবমুক্ত করেছে। নতুন এই সংস্করণে ওয়েব ব্রাউজারের মত ট্যাব সুবিধা রয়েছে। ফাইল মেনু থেকে ট্যাব বা Ctrl + T চেপে নতুন ট্যাব পাওয়া যাবে। ফলে একাধিক ট্যাবে একাধিক সার্ভারের সংযোগ স্থাপন করা যাবে। পূর্বের অনান্য সংস্করণে নতুন কোন সার্ভারের সংযোগ স্থাপন করতে হলে চলতি সংযোগ বিছিন্ন করতে হতো। মাত্র ৩.৯২ মেগাবাইটের ফ্রি, ওপেন সোর্স, ক্রসপ্লাটফর্ম (উইন্ডোজ, লিনাক্স, ম্যাক) এই সফটওয়্যারটি http://filezilla-project.org থেকে ডাউনলোড করা যাবে।

অডিও রূপান্তর করুন ফ্যানভিসতা অডিও কনভার্টার দ্বারা

অনেক সময় অডিও ফাইলকে পছন্দের ফরম্যাটে রূপান্তর করার প্রয়োজন হয় ফলে অডিও কনভার্টার দ্বারা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার দরকার পরে বা ভিডিও থেকে অডিও পছন্দের ফরম্যাটে আলাদা করতে হয় বিভিন্ন অডিও কনভার্টারের মধ্যে ফ্যানভিসতা অডিও কনভার্টার অন্যতম এই সফটওয়্যার দ্বারা MP3, WMA, OGG, WAV, AAC, M4A, AIFF, FLAC, AC3, AMR, MMF, MP2 ফরম্যাটের অডিও এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে আর ভিডিও থেকে অডিও আলাদা করার ক্ষেত্রে AVI, WMV, 3GP, 3G2, ASF, FLV, MP4, MOV, MPG, MPEG, SWF, RM, RV, DIVX, M1V, M2V, MKV, MPE, MPV, VOB, WM ফরম্যাটের ভিডিও সমর্থন করেwww.fanvista.net থেকে ডাউনলোড করতে পারেন সফটওয়্যারটি ইনস্টল করতে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ ইনস্টল থাকতে হবে সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, সার্ভার ২০০৩/২০০৮, ভিসতা বা সেভেন এ চলবে দারুন গ্রাফিক্সের ৪.৯৯ মেগাবাইটের এই কনভার্টার

অবমুক্ত হলো ইয়াহু! ম্যাসেঞ্জার ১০

জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ইয়াহু! ম্যাসেঞ্জার এর নতুন সংস্করণ ১০ এর পরীক্ষামূলক সংস্করণ বের হয়েছিলে বেশ কিছুদিন আগে, অবশেষে তাদের অফিসিয়াল সাইটে ফাইনাল সংস্করণ অবমুক্ত হয়েছে ম্যাসেঞ্জারটি উইন্ডোজের পাশাপাশি ম্যাক, মোবাইল এবং আইফোনে ব্যবহার করা যাবে নতুন এই ম্যাসেঞ্জারে যুক্ত হয়েছে হাই কোয়ালিটি ভিডিও কলিং, ওয়াই আপডেট (কন্ট্রাক্ট লিষ্টে থাকা ব্যাক্তির হালনাগাত তথ্য ইত্যাদি নিজের আপডেট বন্ধ করতে বা অন্যের আপডেট বন্ধ করতে পারবেন Messenger > Preferences > Yahoo! Updates গিয়ে
নতুন এই ম্যাসেঞ্জারটির বিস্তারিত পাওয়া যাবে www.ymessengerblog.com/blog এখানে এবং http://messenger.yahoo.comhttp://download.yimg.com/ycs/msg/dl/msgr10/us/ymsgr1000_1102_us.exe এই লিংকে
থেকে ডাউনলোড করা যাবে আর অফলাইন সংস্করণ পাওয়া যাবে

Thursday, November 5, 2009

বিনামুল্যে ১ বছরের এভাস্ট এন্টিভাইরাস

বিনামূল্যে বিভিন্ন এন্টিভাইরাস পাওয়া যায়। এগুলোর মধ্যে এভাস্ট অন্যতম। এভাস্ট হোম সংস্করণের জন্য বিনামূল্যে ১ বছরের লাইসেন্স কী পাওয়া যায় এভাস্টের ওয়েবসাইট থেকেই। সফটওয়্যারটি ডাউনলোড করতে থেকে www.avast.com সাইটে গিয়ে FREE Software ট্যাবে যান এবং ৩২ মেগাবাইটের avast! HOME EDITION ডাউনলোড করুন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে কম্পিউটার রিস্টার্ট হলে আপডেট করুন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে আপনা আপনি আপডেট হবে কিন্তু ইন্টারনেট না থাকলে www.avast.com/eng/updates.html থেকে আপডেট ফাইলটি ডাউনলোড করে চালু করে আপডেট রাখতে পারবেন। ১ বছরের ফ্রি লাইসেন্স কীর জন্য www.avast.com/eng/home-registration.php থেকে avast! Home নির্বাচন করে রেজিস্ট্রেশন করুন। তাহলে আপনার মেইলে লাইসেন্স কী যাবে। এবার সিস্টেম ট্রের এভাস্ট আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে About avast! এ ক্লিক করুন। এবার License key বাটনে ক্লিক করে লাইসেন্স কী লিখে Ok বাটনে ক্লিক করে করুন। এবার ১ বছর নিশ্চিন্তে ব্যবহার করুন। এভাস্ট এন্টিভাইরাস।

অনলাইনে একসাথে ২১টি এন্টিভাইরাসে ফাইল স্ক্যান করা

বিভিন্ন এন্টিভাইরাস ওয়েবসাইটে অনলাইনেই ভাইরাস স্ক্যান করার ব্যবস্থা আছে। তবে একটি সাইটে যদি জনপ্রিয় ২১টি এন্টিভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করা যায় তাহলে কেমন হয়! এমনই একটি ম্যালওয়্যার স্ক্যান করার ওয়েব সাইট হচ্ছে জ্যোত্তি ডট অর্গ। এই ম্যালওয়্যার স্ক্যান সাইটে বিনামূল্যে ফাইল স্ক্যান করা যাবে। তবে এখানে ১৫ মেগাবাইট পর্যন্ত ফাইল এখানে স্ক্যান করার ব্যবস্থা আছে। সাইটটির ২১টি এন্টিভাইরাসের মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, এভিজি, পান্ডা, এভাস্ট, ড. ওয়েব অন্যতম। সাইটির ঠিকানা www.jotti.org

Monday, October 26, 2009

ফায়ারফক্সে ডাউনলোড শেষে কম্পিউটার বন্ধ হবে

জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ডাউনলোড শেষে যদি সয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ হতো তাহলে অনেকেই রাতে বা প্রয়োজনীয় সময়ে বড় বড় ফাইল ডাউনলোড শুরু করে অন্যত্র যেতে পারতো নিশ্চিন্তে। অটো শার্টডাউন এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/5452 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার স্ট্যাটাসবারে দেখুন অটো শার্টডাউন আইকন এসেছে। আইকনে উপরে ক্লিক করলে অটো শার্টডাউন সক্রিয় হবে, তাহলে চলতে থাকা ডাউনলোডগুলো শেষ হলে ম্যাসেজ আসবে এবং নির্দিষ্ট সময় পরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। কোন অপশনসের পরিবর্তন আনতে চাইলে উক্ত আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Options বা টুলস>এ্যাড-অন্স থেকে এ্যাড-অন্স এর Options গিয়ে করতে পারবেন।

জাল এন্টিভাইরাস মুছে ফেলুন

ইদানিং কম্পিউটার ব্যবহারকারীদের প্রধান সমস্যা হচ্ছে ভাইরাস। ইন্টারনেট ব্যবহার করলে এই সমস্যাটা আরো বেশী হয়। আর এর সাথে যুক্ত হয়েছে ফেক বা জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার। নতুন ব্যবহারকারীরা এগুলোকে ভাইরাস মনে করে। এমনই কিছু জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যারের নাম হচ্ছে
1. Cyber Security,
2. Alpha Antivirus,
3. Braviax,
4. Windows Police Pro,
5. Antivirus Pro,
6. PC Antispyware
7. FraudTool.MalwareProtector,
8. Winshield2009.com,
9. Green AV,
10. Windows Protection Suite,
11. Total Security,
12. Windows System Suite,
13. Antivirus BEST,
14. System Security,
15. Personal Antivirus,
16. System Security,
17. Malware Doctor,
18. Antivirus System Pro,
19. WinPC Defender,
20. Anti-Virus-1,
21. Spyware Guard,
22. System Guard,
23. Antivirus 2009,
24. Antivirus 2010,
25. Antivirus Pro,
26. Antivirus 360,
27. MS Antispyware
যা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ইনস্টল হতে পারে।
এসব জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার সহজেই মুছতে পারেন রিমুভ ফেক এন্টি-ভাইরাস সফটওয়্যার দ্বারা। মাত্র ৮৩ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক হচ্ছে http://freeofvirus.blogspot.com|

Tuesday, October 13, 2009

ইয়াহু! এর মাইক্রো ব্লগিং ‘মীমী’

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু! meme (মীমী) নামে মাইক্রো ব্লগিং চালু করেছে। মূল কথা হচ্ছে কিছুদিন আগে ইয়াহু! মীমী পর্তুগিজ এবং স্প্যনিশ ভাষাতে অবমুক্ত হয় এবং সমপ্রতি ইংরেজী ভাষাতে অবমুক্ত হলো। এখন দেখার বিষয় ইয়াহু! এর এই সেবা টুয়িটারের (http://www.twitter.com/) বা টাম্বল্‌র (http://www.tumblr.com/) এর জন্য কতটা শক্ত প্রতিদন্দ্বী হতে পারে। টুয়িটারের মত এখানেও স্ট্যাটাস পোস্ট করা যাবে আর সাথে বাড়তি হিসাবে থাকছে ছবি, অডিও এবং ভিডিও যোগ করার ব্যবস্থা। ছবির ক্ষেত্রে কম্পিউটার থেকে আপলোড বা ওয়েবসাইটে লিংক, অডিও এর ক্ষেত্রে এমপিথ্রি এর লিংক এবং ভিডিও এর ক্ষেত্রে YouTube বা Vimeo এর লিংক ব্যবহার করা যাবে।
মীমী ব্যবহারে জন্য ইয়াহুর একাউন্ট থাকতে হবে। মোবাইল এবং উভয় ক্ষেত্রে
http://meme.yahoo.com/ সাইটে গিয়ে ব্যবহার করা যাবে তবে মোবাইলের জন্য আলাদা সংস্করণ হচ্ছে http://m.yahoo.com/w/meme। প্রথমে উপরোক্ত সাইটে গিয়ে Start Now ক্লিক করে Yes, I am a Yahoo! User করুন এবং ইয়াহু! একাউন্ট দ্বারা লগইন করুন। এরপরে প্রোফাইলে ছবি, শিরোনাম এবং ওয়েব ঠিকানা যোগ করতে পারবেন।

ভাইরাসের কারণে ফোল্ডার হিডেন হলে ফিরে পাওয়া

ভাইরাসের কারণে অনেক সময় হার্ডডিক্সের বা ফ্লাশ ডিক্স (পেন ড্রাইভ) এর ফোল্ডার হিডেন হয়ে যায়। ফলে এই ফোল্ডারগুলো যেমন আনহাইড করা যায় না তেমনই সার্চ করলে ফলাফলও পাওয়ার যায় না।
ফোল্ডারগুলো খুঁজে পেতে Control Panel থেকে Folder Options খুলুন। এবার View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার উক্ত ফোল্ডারে সার্চ (Advanced Options থেকে Search hidden files and folders চেক করে) করুন তাহলে হিডেন হওয়া ফোল্ডারগুলো দেখা যাবে।ভাইরাস জনিত কারনে ফোল্ডারগুলো হিডেন অপশন ডিজেবল হলে উক্ত ফোল্ডারগুলোর প্রোপাটিস থেকে হিডেন চেক বক্স আনচেক করা যাবে না ফলে ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে প্রদর্শিত হবে না। হিডেন অপশন সক্রিয় এবং আনচেক করতে পারবেন এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যার দ্বারা। ১.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যারটি www.petges.lu থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান সেই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Change Attributes এ ক্লিক করুন এবং Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক Ok করে করুন।
ব্যাস এবার দেখুন ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। এখন Folder Options এর View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করে আসুন।

Wednesday, October 7, 2009

ফায়ারফক্সে পাওয়া যাবে ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা

ওয়েব ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স দিনে দিনে জনপ্রিয় হচ্ছে তার পরেও শীর্ষস্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরারে এমন কিছু সুবিধা আছে যা মজিলা ফায়ারফক্সে নেই। এর মধ্যে ফন্ট সুবিধা অন্যতম। ইউনিকোড নির্ভর ওয়েবসাইট ছাড়া বাংলা ওয়েবসাইট ফায়ারফক্সে পড়তে বেশ ঝামেলা হয়। ফলে বিভিন্ন বাংলা পত্রিকা, সংবাদ সংস্থা বা অনান্য বাংলা সাইট ভিজিট করতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার খুলতে হয়।
কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের এসব সুবিধা যদি মজিলা ফায়ারফক্সে পাওয়া যেত তাহলে কেমন হতো! আইই ট্যাব (ইন্টারনেট এক্সপ্লোরার ট্যাব) এ্যাড-অন্স দ্বারা ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধাগুলো ফায়ারফক্সে উপভোগ করা যাবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/1419 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এবার যে যে সাইটটি ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে দেখতে চান সেগুলো ফায়ারফক্সে Tools>IE Tab Options গিয়ে যোগ করুন। এখন উক্ত সাইট ব্রাউজ করার সময় ট্যাবের আইকনে এবং স্ট্যাটাসবারে ডানে ইন্টারনেট এক্সপ্লোরার আইকন দেখতে পাবেন। যদি ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন দেখা যায় তাহলে বুঝবেন উক্ত সাইট ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে ব্রাউজ করা হচ্ছে আর যদি ফায়ারফক্সের আইকন দেখা যায় তাহলে বুঝবেন সেটি ফায়ারফক্স হিসাবে ব্রাউজ করা হচ্ছে। স্ট্যাটাসবারে ডানের উক্ত আইকনে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে তা পরিবর্তিত হয়ে সাইট রিলোড হবে

Sunday, October 4, 2009

মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যা। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না। তবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। এজন্য প্রথমে www.opera.com/mini/ থেকে অপেরা মিনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুন। এরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন।
ব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।

অরকুটের বন্ধুদের ফেসবুকে আনা

বর্তমানে বিশ্বের বহুল ব্যবহৃত ওয়েবসাইটগুলোর মধ্যে ২য় অবস্থানে রয়েছে সামাজিক ওয়েবসাইট ফেসবুক। আরেক (গুগলের) সামাজিক ওয়েবসাইট অরকুটে যাদের একাউন্ট আছে তারা চাইলে অরকুটের বন্ধুদেরকে ফেসবুকে আমন্ত্রণ জানাতে পারবেন সহজেই।
এজন্য www.facebook.com/find-friends/?orkut সাইটে যান এবং Click Here to Login to Orkut বাটনে ক্লিক করে অরকুট একাউন্টে লগইন করুন। অরকুটের টপবারে Friends এ ক্লিক করে নিচের ডানে Export contacts এর Export contacts বাটনে ক্লিক করে বন্ধুদের মেইল ঠিকানা (ধরি contacts.csv নামে) সেভ করুন।
এখন পূর্বের (ফেসুবকের) পেজে ফিরে এসে Browse বাটনে ক্লিক করে সেভ করা contacts.csv ফাইলটি নির্বাচন করে Find Friends বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত contacts.csv ফাইলটিতে থাকা বন্ধুদের মধ্যে কতগুলো বন্ধু আপনার ফেসবুকে বন্ধু হিসাবে আছে, কতগুলোর ফেসবুকে একাউন্ট আছে অথচ আপনার বন্ধু হিসাবে নেই ইত্যাদি তথ্য দেখাবে। এখন যাদের ফেসবুকে একাউন্ট আছে অথচ আপনার বন্ধু হিসাবে নেই তাদেরকে বন্ধু হিসাবে যোগ করতে Select All Friends এ চেক করে নিচের Ad as Friends বাটনে ক্লিক করুন তাহলে সকলের কাছে আপনার আমন্ত্রণ পৌছে যাবে। এরপরে যাদের ফেসবুকে একাউন্ট নেই তাদের তালিকা আসবে। আপনি যদি সবাইকে ফেসবুকে একাউন্ট খোলার আমন্ত্রণ জানাতে চান তাহলে সকল ঠিকানা নির্বাচিত রেখে Invite to Join বাটনে ক্লিক করুন।

Saturday, October 3, 2009

অনলাইনে ইমেজকে টেক্সটে রূপান্তর করা

বই থেকে বা অন্য কোন উৎস থেকে স্ক্যান করা ইমেজ বা স্কিনশট ইমেজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করা যায় OCR (Optical Character Recognition) সফটওয়্যার দ্বারা। কিন্তু সফটওয়্যার ছাড়াও গুগল ডক্সের মাধ্যমে অনলাইনে এধরনের ইমেইজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করে গুগল ডক্সে ব্যবহার করা যায়। এজন্য http://googlecodesamples.com/docs/php/ocr.php সাইটে গিয়ে সাইন ইন করে Grant access বাটনে ক্লিক করুন। এবার Browse বাটনে ক্লিক করে ফাইলটি নির্বাচন করে Start OCR import বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে এটি গুগল ডক্সে সম্পাদন উপযোগী হয়ে আসবে। এখান থেকে অনলাইনে সেভ করা বা হার্ডডিক্সে সেভ করা যাবে বিভিন্ন ফরম্যাটে। ইমেজ ফাইল হিসাবে সর্বোচ্চ ১০ মেগাবাইটের এবং ২৫ মেগাপিক্সেলের .jpg, .png, বা .gif ফরম্যাটের ফাইল ব্যবহার করা যাবে। তবে কম রেজুলেশনের ফাইল আপলোড করলে টেক্সটে রূপান্তর নাও হতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনে ইমেজ ফাইলটির রেজুলেশন বাড়িয়ে নেওয়া উত্তম।

গুগলের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায় তাহলে তেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এজন্য ২.৯ মেগাবাইটের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এছাড়াও Google Text এ যা লিখবেন না তা গুগলের মূল লগো পরিবর্তে দেখা যাবে।

গুগলের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায় তাহলে তেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এজন্য ২.৯ মেগাবাইটের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এছাড়াও Google Text এ যা লিখবেন না তা গুগলের মূল লগো পরিবর্তে দেখা যাবে।

মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক

ইন্টারনেটে বাংলা (ইউনিকোড) ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। কিন্তু বাংলা বানান পরীক্ষক (স্পেল চেকার) না থাকায় মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সমপ্রতি বাংলা স্পেল চেকিং ডিকশনারী এ্যাড-অন্স পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। ফলে মজিলা ফায়ারফক্সে বাংলা লিখতে ভুল করলে সেটি যেমন বোঝা যাবে তেমনই তা সংশোধন করা যাবে। মাত্র ৩৫৫ কিলোবাইটের এই এ্যড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণের পাশাপাশি মজিলা থান্ডারবার্ড এবং সিমানকিতেও ইনস্টল করা যাবে।
সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরে কিছু বানানের সাজেশন দেবে পছন্দেরটিতে ক্লিক করলেই হবে।
আর যদি ইংরেজী ভাষাকে আবার স্পেল চেকার হিসাবে ডিফল্ট করতে চান তাহলে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে English / United States নির্বাচন করুন।
এই এ্যাড-অন্সটি এখনো পরীক্ষামূলক হিসাবে রয়েছে। রিডিভ প্রক্রিয়ার পরে মজিলা কর্তৃপক্ষ এ্যাড-অন্সটিকে পাবলিক করবে। তাই ব্যবহারকারীগণকে রিভিউ প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ্যাড-অন্সটি তৈরী করেছেন www.ankur.org.bd

শুরু হয়েছে ডিভি ২০১১ পূরণের সময়

শুরু হয়েছে ডিডি (ডাইভারসিটি ভিসা) ২০১১। ২ অক্টোবর ২০০৯ থেকে ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত ডিভি ২০১১ পূরণ করা যাবে। শেষের দিকে সার্ভার ব্যস্ত থাকায় শুরুর দিকে ডিভি পূরণ করা উচিত। ডিভি ২০১০ এ বাংলাদেশ থেকে ৬০০১ জন জয়ী হয়, যা বিশ্বের মধ্যে প্রথম। ডিভি ২০১১ এর সকল নিয়ম কানুন ২০১০ এর মতনই। ওয়েসাইটের ঠিকানা: www.dvlottery.state.gov এবং মূল এ্যাপলিকেশনের ঠিকানা: www.dvlottery.state.gov/application.aspx। ছবি সংক্রান্ত এবং অনান্য তথ্য পাওয়া যাবে http://www.shamokaldarpon.com/?p=807 এবং http://travel.state.gov/visa/immigrants/types/types_1318.html থেকে।

Tuesday, September 29, 2009

আপনি কি AVG Free Edition 8.5.409 এন্ট্রিভাইরাস নামাতে চান?

ফ্রী Download করে নিন ওপেনঅফিস ৩.১.১

মুক্ত সফটওয়্যারগূলুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুচ্ছ সফটওয়্যার ওপেনঅফিস। মাইক্রোসফট ওয়ার্ডের সমকক্ষ এই সফটওয়্যার দিয়ে লেখালেখি,হিসাবনিকাশ,উপস্থপনা,গ্রাফিক্সসহ সব কাজ করা যায়। এই সফটওয়্যারটি আপনি এখান থেকে DOWNLOAD করতে পারবেন। www.infocomputer-bd.blogspot.com

Saturday, September 19, 2009

বাংলাতে ফাইল ও ফোল্ডারের নাম লেখা

কম্পিউটারের হার্ডডিক্স ড্রাইভের, ফাইল বা ফোল্ডারের নাম বাংলাতে লেখা যাবে। তবে এজন্য উইন্ডোজ ২০০০ বা এর পরের ভার্সন প্রয়োজন হবে কারণ উইন্ডোজ ২০০০ এবং এর পরবর্তী সংস্করনের উইন্ডোজ ইউনিকোডের উম্মুক্ত ফন্ট সমর্থন করে। তবে বাংলা লেখার জন্য অভ্র (ইউনিকোড কমপ্লান্ট বাংলা ইনপুট সফটওয়্যার) কীবোর্ডের প্রয়োজন। অনলাইন www.omicronlab.com/avrokeyboard থেকে বিনামূল্যে এই কীবোর্ড ডাউনলোড করতে পারবেন। এরই সাথে বিভিন্ন ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্টও ডাউনলোড করে নিতে পারেন। এরপর অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি সাভিস প্যাক ২ বা তার পরের ভার্সন থাকে তাহলে Vrinda নামে একটি ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত বাংলা ফন্ট আছে তা নিশ্চিত থাকুন। যা একই সাথে ইংরেজী এবং বাংলা সমর্থন করে। ফন্টটি না থাকলে অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল করে নিন। অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করলে কতগুলো ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি ইনষ্টল দেওয়া থাকে তাহলে Control Panel থেকে Display Properties খুলুন। এখানে Appearance ট্যাবে কিক করে Advanced বাটনে ক্লিক করুন। তাহলে Advanced Appearance ডায়ালগ বক্স আসবে এখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন। (আপনার কম্পিউটারের উইন্ডোজ ২০০০ হলে Control Panel থেকে Display Properties খুলে, Appearance ট্যাবে কিক করে Advanced বাটনে ক্লিক করুন। এবং Advanced Appearance ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন)। এবার আপনার কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার করার জন্য কনফিগার করতে হবে। উইন্ডোজ এক্সপির জন্য Control Panel থেকে Regional and Language Options খুলুন এবং Language ট্যাব থেকে Install files for complex script and right-to-left language (including Thai) চেক বক্স চেক করে Ok করুন (আপনার কম্পিউটারের উইন্ডোজ 2000 এর ক্ষেত্র Control Panel থেকে Regional Options খুলুন। এবার General ট্যাব থেকে Language settings for the system অংশটির লিষ্ট থেকে Indic সিলেক্ট করে Ok করুন)। এক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনষ্টলারটির প্রয়োজন হতে পারে। সুতারাং উইন্ডোজের সিডি সাথেই রাখুন। এবার অভ্র কীবোর্ড লেআউট বাংলা করে ফাইল, ফোল্ডার বা ড্রাইভের নাম বাংলাতে লিখতে পারবেন। এই অভ্র কীবোর্ড এবং ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্টের সাহায্যে বাংলাতে ওয়েব পেজ তৈরী করতে পারেন অনায়াসে। url ip blocker

Windows Genuine Notification থেকে রক্ষা পাওয়ার উপায়।

১. C:\WINDOWS\system32 এ যান (যদি উইন্ডোজ C: ড্রাইভে থাকে)।
২. এবার Wgalogon.dll ফাইলটিকে Wgalogon.dll.bak নামে রিনেম করুন।
৩. এরপরে নোটপ্যাড চালু করে Wgalogon.dll নামে (খালি রেখে) system32 ফোল্ডারে সেভ করুন।
৪. system32 ফোল্ডারে WgaTray.exe ফাইলটি ডিলিট করুন।
৬. Windows Update আপাতত বন্ধ রাখুন।
৭. কম্পিউটার রিস্টার্ট করুন।
দেখুন কাজ হয় কি না!
url ip blocker

ফায়ারফক্সে বুকমার্কের সাইট নতুন ট্যাবে খোলা

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের বুকমার্কের সাইটগুলোতে ক্লিক করলে সাধারণত চলতি ট্যাবে খোলে। কিন্তু Open bookmarks in new tab এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকলে বুকমার্কের সাইটে ক্লিক করলে চলতি ট্যাবে না খুলে নতুন ট্যাবে খুলবে। এ্যাড-অন্সটি http://www.blogger.com/https//addons.mozilla.org/en-US/firefox/addon/13784 থেকে ইনস্টল করা যাবে।
url ip blocker

ফ্লাশ ফাইলকে স্ক্রিনসেভার বানানো

ফ্লাশ ফাইল সম্পর্কে নতুন করে কিছ বলার নেই। অল্প যায়গাতে আকর্ষণীয় এ্যানিমেশনের জন্য ফ্লাশের বিকল্প নেই। নিজের বানানো বা ডাউনলোড করা ফ্লাশ ফাইলকে যদি স্ক্রিনসেভার বানানো যেত তাহলে কেমন হতো! ফ্লাশ (SWF) ফাইলকে সহজেই স্ক্রিনসেভার বানানো যায় ফ্লাশ ফোজ সফটওয়্যার দ্বারা। মাত্র ৪.৯৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.goldshell.com/flashforge/main.htm থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে সহজেই স্ক্রিনসেভারের ইনস্টেশন ফাইল বানাতে পারবেন।
আর যদি ভিডিও ফাইলকে স্ক্রিনসেভার বানাতে চান তাহলে আগে ভিডিও কে ফ্লাশে (SWF) এ রূপান্তর করতে হবে। ফ্রি ডিডিও টু ফ্লাশ কনভার্টার সফটওয়্যার দ্বারা ভিডিওকে সহজেই ফ্লাশে রূপান্তর করা যাবে। এই সফটওয়্যারটি
www.dvdvideosoft.comথেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। url ip blocker

কীবোর্ডের সাহায্যে মনিটর বন্ধ করা

পাওয়ার অপশনের ডিফল্ট সেটিংসে শক্তি সঞ্চয়ের জন্য নির্দিষ্ট সময় পরে মনিটর বন্ধ হবার ব্যবস্থা আছে। অনেকেই এই অপশনটি বন্ধ করে রাখে। কিন্তু প্রয়োজনে যদি কীবোর্ডের শর্টকাট ব্যবহার করে মনিটর বন্ধ করা যেত তাহলে কেমন হতো! মনিটর অফ ইউটিলিটি সফটওয়্যার দ্বারা এই সুবিধা পাওয়ার যাবে। মাত্র ৩৬৬ কিলোবাইটের ফিওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে বহনযোগ্য হিসাবে ব্যবহার করা যাবে। তবে ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ বা পরের সংস্করণ প্রয়োজন হবে। সফটওয়্যাটি উইন্ডোজ এক্সপি/ভিসতা/৭ এ চলবে। সফটওয়্যারটি www.dekisoft.com/mou.php থেকে ডাউনলোড করা যাবে।url ip blocker

Thursday, September 17, 2009

আপনি কি ফ্রি এন্টিভাইরাস এবং ১বছরের লাইসেন্স চান?

অনেকে ফ্রি এন্ট্রিভাইরাস চান, কিন্তু ফ্রি এন্ট্রিভাইরাসে সব সময় Update করা যায় না এবং এই এন্ট্রিভাইরাস দিয়ে সব ভাইরাস মুছা যায় না। এই জন্য আপনাকে আমি দিচ্ছি ১ বছরের ফ্রি লাইসেন্স কী।
এই এন্ট্রিভাইরাসের জন্য আপনাকে http://www.iolo.com/landing/softwaredotcom/200710/sspromo.aspx
ক্লিক করতে হবে। এখন Continue তে ক্লিক করুন। এরপর secure checkout ক্লিক করুন।
এখন এই ফরমে কোম্পানি নাম ছাড়া বাকী সব পূরণ করতে হবে।
শেষে Review Order এ ক্লিক করতে হবে। এখন আপনার মেইল চেক করুন,পেয়ে যাবেন আপনার CD KEY। এখন এই
Download
এবং System Shield 3 Internet Security বাটনে ক্লিক করে Download করে নিন।url ip blocker

প্রোগ্রাম আনইনস্টল না করা গেলে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বেশীর ভাই প্রোগ্রামই ইনস্টল করে ব্যবহার করতে হয়, আবার দরকার না পরলে এ্যাড রিমুভ প্রোগ্রামস থেকে আনইনস্টল করতে হলে ফলে উক্ত প্রোগ্রামসে সাথে থাকা ফাইলগুলো মুছে যায় যা সাধারণ ভাবে ডিলিট করা সম্ভব হয়ে উঠে না। কিন্তু অনেক সময় কিছু কিছু প্রোগ্রাম আনইনস্টল করা যায় না। এ সমস্যা হয় সাধারণত ভাইরাস বা অন্য কারণে আইনস্টল ফাইল বা অন্য কোন লাইব্রেরী ফাইল মুছে গেলে বা নষ্ট হলে। ফলে এ্যাড রিমুভ প্রোগ্রামস থেকে উক্ত প্রোগ্রামটি সরানো যায় না। এমতবস্থায় ইনস্টল করার প্রোগ্রামটি স্থায়ীভাবে মুছতে বিভিন্ন থার্টপাটি আনইনস্টলার ব্যবহার করা যেতে পারে। এধরনের সফটওয়্যারগুলো মধ্যে একটি হচ্ছে সিক্লিনার। ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যারটি www.ccleaner.com থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Tools>Uninstall এ গিয়ে উক্ত প্রোগ্রামটি নির্বাচন করে Delete Entry বাটনে ক্লিক করে মুছে দিন তাহলে দেখবেন এ্যাড রিমুভ প্রোগ্রামসে উক্ত প্রোগ্রামটি আর নেই। কিন্তু প্রোগ্রামটি যদি রেজিস্ট্রিতে থাকে তাহলে ভবিষ্যতে নতুন করে ইনস্টল করতে গেলে সমস্যা হতে পারে। এজন্য রেজিস্ট্রি থেকেও প্রোগ্রামটি মুছে ফেলতে পারেন। রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যারটি www.worldstart.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার উক্ত প্রোগ্রামের নাম নির্বাচন করে Remove Selected বাটনে ক্লিক করুন। ব্যাস রেজিস্টি থেকেও প্রোগ্রামটির তথ্য মুছে যাবে।url ip blocker

আপনার কম্পিউটারকে ওয়েব সার্ভার বানান

খুব সহজেই আপনার নিজের কম্পিউটারকে ওয়েব সার্ভার বানাতে পারেন। এজন্য আপনার কম্পিউটারটি (সফটওয়্যারটি সহ) সার্বক্ষণিক চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তবে যতক্ষণ চালু থাকবে ততক্ষণ ওয়েব সার্ভার অন্যেরা ব্যবহার করতে পারবে। এজন্য labs.opera.com/downloads/ যান এবং ৭.০৮ মেগাবাইটের ইউনাইট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপরে অপেরা ইউনাইট চালু করে বাম পাশের প্যানেল থেকে Unite এ ক্লিক করুন অথবা Tools>Opera Unite Server>Manage Service এ ক্লিক করুন। এবার উপরের Start এ ক্লিক করে ওয়েলকাম ডায়ালগ বক্সে Next করুন। এবার লগইন করুন (একাউন্ট না থাকলে সাইনআপ করে নিতে হবে)। এবার ড্রপডাউন থেকে কম্পিউটারের নাম নির্বাচন করুন অথবা নিচের পছন্দমত লিখে Finish করুন। এবার Browse বাটনে ক্লিক করে কোন ফোল্ডার শেয়ার দিতে চান তা নির্বাচন করুন Ok এবং Ok করুন। এবার File Sharing এ ক্লিক করে ডানের Access Control থেকে Public করুন তাহলে উপরের শেয়ার লিংক দ্বারা যে কেউ ব্রাউজ করলে আপনার শেয়ার করা ফাইল/ফোল্ডারগুলো পাবে এবং ডাউনলোড করতে পারবে। তবে সফটওয়্যারটি বন্ধ করলে বা সার্ভিস বন্ধ করলে ওয়েব সার্ভারটি বন্ধ হয়ে যাবে। আরো বিস্তারিত জানতে দেখুন http://unite.opera.com/support/userguide সাইটটি।

এক্সেল ছাড়ায় মাইক্রোসফট এক্সেলের ফাইল খোলা

আপনার কাছে কোন এক্সেলের ফাইল মেইলে এসেছে, অথচ আপনি তা খুলতে পারছেন না। আপনি যদি ক্যাফেতে বা বন্ধু বাসাতে কম্পিউটার ব্যবহার করেন এবং কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে এমন বিপদে পরতেই পারেন। এমতবস্থায় আপনি এক্সেলের ফাইল এক্সেল ছাড়ায় অনলাইনে বা অনান্য এ্যাপলিকেশনে খুলতে পারবেন। বিভিন্ন এ্যাপলিকেশনগুলোর মধ্যে ওপেন অফিস (www.openoffice.org), এক্সেল ভিউয়ার (www.microsoft.com), মাইক্রোসফট অফিস কমপ্যাটাবল প্যাক (www.microsoft.com), XLS ভিউয়ার (http://bytescout.com), গুগল ডকস (http://docs.google.com), জোহো শীট (http://writer.zoho.com), থিনক ফ্রি (http://member.thinkfree.com) অন্যতম।

ওয়েব লিংকের জন্য এন্টিভাইরাস

ওয়েবসাইট, ইমেইল বা সার্চইঞ্জিন থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ওয়েব লিংকে ক্লিক করে ওয়েবসাইটগুলোতে ঢুকে থাকি। এসব সাইট নিরাপদ কিনা তা আগে থেকে পরীক্ষা বা স্ক্যান করা যাবে ইন্টারনেট এক্সপ্লোরারে এবং ফায়ারফক্সে। এজন্য এখান থেকে থেকে ফায়ারফক্সের জন্য এ্যাড-অন্স বা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য সেটআপ ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার যেকোন সাইটে ঢুকলে দেখবেন উক্ত সাইটে থাকা ওয়েব লিংকগুলো স্ক্যান করছে। সাইটটি নিরাপদ হলে টিক চিহ্ন আসবে আর স্ক্যান না করতে পারলে জিজ্ঞাসা চিহ্ন এবং নিরাপদ না হলে ক্রশচিহ্ন আসবে। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এসব সাইটে আপনি ঢুকবেন কিনা।

স্থায়ীভাবে হাডডিক্সের তথ্য মুছতে চাইলে করনিয়

পুরানো হার্ডডিক্স বিক্রি করতে চাইলে বা কাউকে দিতে চাইলে সাধারণত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য মুছে দেওয়া হয়। কিন্তু হার্ডডিক্সের মুছে দেওয়া ফাইল যদি ডাটা রিকেভার করে উক্ত ব্যাক্তি ব্যবহার করে তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে হার্ডডিক্স হাতবদলের সময় স্পর্শকাতর ডাটা স্থায়ীভাবে মুছে ফেলা জরুরী। সাধারণভাবে ফরম্যাট বা ডিলিট করলে রিকভার করার সুযোগ থাকে কিন্তু ইরেসার সফটওয়্যার দ্বারা যদি কোন তথ্য মুছে দেওয়া হয় তাহলে তা একাধিকবার ওভাররাইটিং হবে তথ্য স্থায়ীভাবে মুছে যাবে। ফলে কোন ডাটা রিকভার সফটওয়্যার দ্বারা তা উদ্ধার করা যাবে না। ৯.৩ মেগাবাইটের ওপেন সোর্স, পোর্টেবল, ফ্রি এই সফটওয়্যারটি http://sourceforge.net/projects/eraser/ বা থেকে ডাউনলোড করতে পারবেন।

জিমেইলে আনুন গুগলের অনান্য সেবা

জিমেইল বা গুগলকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। গুগলের সেবাগুলো বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে। এগুলো ব্যবহার করতে হলে আলাদা আলাদা উইন্ডোতে বা ট্যাবে নতুন চালু করতে হয়। কিন্তু জিমেইলের মধ্যে যদি গুগল রিডার, পিকাসা, ক্যালেন্ডার, নিউজ, নোটবুক, গ্রুপ, ম্যাপ, সাইট, গ্যাজেট ইত্যাদি পাওয়া যায় তাহলে কেমন হয়! যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা চাইলে Integrated Gmail এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পেতে পারেন। এজন্য এখান থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার টুলস মেনু থেকে Integrated Gmail এ ক্লিক করুন এবং Element Section এর Add বাটনে ক্লিক করে পছন্দের সেবাগুলো আনুন এবং ইচ্ছামত সাজিয়ে Ok করে বন্ধ করুন। এবার জিমেইল চালু করে দেখুন উক্ত সেবাগুলো জিমেইলের ভিতরেই চালু হয়েছে। এই সেবাগুলো ছোট করার (মিনিমাইজ) করার অপশন আছে এবং ডান, বাম ও উপরের প্যানেল লুকানোর জন্য তীর চিহ্নের ব্যবস্থা আছে ফলে বড় পর্দাতে জিমেইল এবং অনান্য সেবাগুলো দেখতে পারবেন। এরফলে নতুন করে গুগলের এসব সেবা চালু না করেই জিমেইল থেকে ব্যবহার করা যাবে।

ফ্রি এন্টিভাইরাস

ইদানিং কম্পিউটার ব্যবহারকারীরা ভাইরাসে আক্রান্ত হচ্ছে একটু বেশী। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম অবমুক্ত হবার পরে পুরাতন অপারেটিং সিস্টেমে একটু যেন বেশীই ভাইরাসে আক্রান্ত হয়। ভাইরাস থেকে মুক্ত হবার জন্য অনেকে ট্রাইল সংস্করণের ব্যবহার করে থাকেন। তবে কিছু এন্টিভাইরাসের ফ্রি সংস্করণও ইন্টারনেটে পাওয়া যায়। এসব ফ্রি এন্টিভাইরাসগুলোর মধ্যে সেরা দশটি এন্টিভাইরাসের বিস্তারিত তথ্য এবং লিংক পাবেন Click This Link এই সাইটে। এখান থেকে পছন্দমত বেছে ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারের উপযোগী এন্টিভাইরাসটি।

বাড়িয়ে নিন ফায়ারফক্সের গতি

জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের গতি বাড়াতে আমরা সাধারণত about:config থেকে ম্যানুয়ালী টুয়িক করে থাকি। কিন্তু একটি সফটওয়্যার দ্বারা যদি সহজেই কম্পিউটারের এবং ফায়ারফক্সে গতি বাড়াতে টুয়িক এবং অপটিমাইজ করা যায় তাহলে কেমন হয়। ফায়ারটিউন নামের ৬২২ (৭২৯) কিলোবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল সফটওয়্যারটি দ্বারা সহজেই এই কাজটি করা যায়। এজন্য www.totalidea.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ফায়ারফক্স বন্ধ করে সফটওয়্যারটি চালু করুন। পোর্টেবল ফায়ারফক্স হলে Settings থেকে Portable Firefox নির্বাচন করুন। এবার Performance Optimization ট্যাব থেকে কম্পিউটার এবং ইন্টারনেট স্পিড নির্বাচন করুন। এবার Other Optimization এবং Other Useful Settings ট্যাবে দরকার মত পরিবর্তন এনে Tune It! বাটনে ক্লিক করুন। এবার ফায়ারফক্স চালু করে দেখুন গতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে কি না।

ইমেইলের মাধ্যমে ফেসবুকে ছবি আপলোড করা

জনপ্রিয় সোসাল নেটওয়াকিং সাইট ফেসবুকে ছবি শেয়ার করতে হলে ফেসবুকে আপলোড করতে হয়। কিন্তু ইমেইলের এ্যটাচ থাকা ছবি যদি ফেসবুকে শেয়ার করা যেত তাহলে কেমন হয়! ইমেইলের মাধ্যমে এ্যটাচ করা ছবি ফেসবুকে আপলোড করতে হলে ফেসবুকে লগইন করে www.facebook.com/mobile পেজে যেতে হবে। এবার Upload Photos via Email এ যে ইমেইল ঠিকানা আছে সেই ঠিকানাতে ছবি এ্যটাচ করে মেইল করলে তাৎক্ষনাত ফেসবুকে আপলোড হবে। ফেসবুকের এই ছবি Mobile Uploads নামে এ্যালবামের মধ্যে থাকবে। ফেসবুকে প্রাপ্ত ইমেইল ঠিকানা পছন্দ না হলে বা পরিবর্তন করতে চাইলে একই পেজে গিয়ে Find out more এ ক্লিক করে refresh your upload email এ ক্লিক করুন। এখন Reset বাটনে ক্লিক করলে নতুন ইমেইল ঠিকানা তৈরী হবে এবং তা ম্যাসজে উইন্ডোতে দেখাবে।

টুয়িটারের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করা


জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুয়িটার ব্যবহার করে অন্য কম্পিউটার থেকে নিজের কম্পিউটার বন্ধ, রিস্টার্ট, লগঅফ ইত্যাদি করা যায়। এজন্য অবশ্য কম্পিউটারে টুয়িটমাইপিসি সফটওয়্যার ইনস্টল এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ধরুন আপনার কম্পিউটার চালু রেখে আপনি বাইরে চলে গেছেন কিন্তু বন্ধ করতে মনে নেই অথবা অন্য কোন কারণে আপনার কম্পিউটারটি অফিস বা অন্য কোথা থেকে বন্ধ, লগঅফ বা অনান্য কাজ করা দরকার। এমতবন্থায় আপনি টুয়িটারের মাধ্যমে একটি কমান্ড বা স্ট্যাটাস দ্বারা করতে পারবেন। এজন্য মাত্র ৯৯১ কিলোবাইটের (১.৫৬ মেগাবাইট) ফ্রি TweetMyPC সফটওয়্যারটি
tweetmypc.codeplex.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি ইনস্টল করতে অবশ্য মাইক্রোসফট ডট নেট ৩.৫ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে টুয়িটারের ইউজার, পাসওয়ার্ড দিন এবং Start automatically with Windows চেক করে Save and Close বাটনে ক্লিক করুন তাহলে সফটওয়্যারটি সক্রিয় হয়ে সিস্টেম ট্রেতে চলে যাবে এবং প্রতিবার উইন্ডোজ চালু হবার সময় সয়ংক্রিয়ভাবে চালু হবে। এই সফটওয়্যারটি প্রতি মিনিটে আপনার দেওয়া টুয়িটার একউন্টের স্ট্যটাস চেক করে ফলে নির্দিষ্ট কমান্ড টুয়িটারে আপডেট হলে তা সংগে সংগে কার্যকর করবে। এখন আপনি অন্য কোন কম্পিউটার থেকে টুয়িটারে বন্ধ করতে চাইলে Shutdown লিখে আপডেট করুন তাহলে TweetMyPC ইনস্টল থাকা কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং টুয়িটারে বন্ধ হবার বিষয়টির স্ট্যাটাসও আপডেট হবে। একইভাবে Restart, Logoff ব্যবহার করতে পারবেন, আর এই শব্দগুলো কেস সেনসেটিভ। আপনি চাইলে নিজস্ব কিছু কাজও করাতে পারবেন এই সফটওয়্যারটি দ্বারা। এজন্য TweetMyPC সফটওয়্যারের Settings>Custom Commands থেকে নিজস্ব কমান্ড যুক্ত করতে হবে।

ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড পুনস্থাপন করা

বিভিন্ন ওয়েবসাইটে লগইনের সুবিধার্থে মজিলা ফায়ারফক্সে ইউজার-পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা আছে। আর এসব ইউজার-পাসওয়াডগুলোকে সুরক্ষিত করতে মাস্টার পাসওয়ার্ড সেট করা যায়। অর্থাৎ মাস্টার পাসওয়ার্ড সেট করা থাকলে উক্ত পাসওয়ার্ড দ্বারা অনান্য সংরক্ষিত পাসওযার্ড দেখা বা মুছে ফেলা যায়। অন্যকেউ মাস্টার পাসওয়ার্ড ছাড়া সরক্ষিত ইউজার-পাসওয়ার্ড দেখতে বা মুছতে পারবে না। ফায়ারফক্স শুরু করার সময় বা যেসব সাইটের ইউজার-পাসওয়ার্ড সংরক্ষণ করা আছে সেসব সাইটে ঢুকলে মাস্টার পাসওয়ার্ড ইনপুট বক্স আছে। সেখানে পাসওয়ার্ড দিলে সংরক্ষণ করা কোন সাইটে লগইন করতে আর পাসওয়ার্ড দিতে হয় না। কিন্তু কোন কারণে মাস্টার পাওয়ার্ড ভুলে গেলে বা নিজস্ব কম্পিউটারে অন্যকেউ মাস্টার পাসওয়ার্ড সেট করে রাখলে বেশ বিপাকে পড়তে হয়। এমনবস্থায় পাসওয়ার্ড উদ্ধার করা না গেলেও পাসওয়ার্ড মুছে ফেলা যায়। তবে সেই সাথে সংরক্ষিত সকল ইউজার-পাসওয়ার্ডও মুছে যাবে। এজন্য ফায়ারফক্সের এড্রেসবারে গিয়ে chrome://pippki/content/resetpassword.xul লিখে এন্টার করুন। তাহলে রিসেট পাসওয়ার্ড পেজ আসবে এখানে নিচে Reset বাটনে ক্লিক করলে নতুন ইনস্টল করার ফয়ারফক্সের মত মাস্টার পাসওয়ার্ড খালি হয়ে যাবে।

ইউএসবি ডিভাইসের Safely Remove আইকন ফিরিয়ে আনা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সিস্টেম ট্রেতে Safely Remove আইকন থাকে। উক্ত আইকনে ক্লিক করে ইউএসবি ডিভাইসকে নিরাপদের সাথে বিযুক্ত করা হয়। কিন্তু কোন কারণে যদি ইউএসবি ডিভাইস সংযুক্ত করলে উক্ত আইকন না আসে তাহলে সরাসরি ডিভাইসটি খুলতে বাধ্য হতে হয়। কিন্তু সহজেই উক্ত Safely Remove আইকন ফিরে আনা যায়। এজন্য রানে (Start>Run) গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll লিখে এন্টার করুন। ব্যস এরপর থেকে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সিস্টেম ট্রেতে Safely Remove আইকন আসবে।

এমপিথ্রি’র মান পরিবর্তন করা

এমপিথ্রি গানের মান নিয়ন্ত্রণ করে অর্থাৎ মান কম বা বেশী করে ফাইলের সাইজ কম বা বেশী করা যায়। এমপিথ্রি গানের সাইজ নিয়ন্ত্রণে ‘এমপিথ্রি কোয়ালিটি মোডিফায়ার’ সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই গানের বিটরেট, ফিকোয়েন্সি পরিবর্তন করে গানের সাইজ কম বা বেশী করা যাবে। মাত্র ৩০০ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.inspire-soft.net/ এই সফটওয়্যাটি থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি চালু করে Add Files / Add Folder বাটনে এ ক্লিক করে এমপিথ্রি ফাইলগুলো আনুন। এবার ফাইলগুলোর বামে চেক করে নিচের বিটরেট, ফিকোয়েন্সি ইত্যাদি পরিবর্তন করে Start Process বাটনে ক্লিক করলে (Destination এ) ডেক্সটপে Output ফোল্ডারে সেভ হবে।

Sunday, September 13, 2009

সহজেই লেখার ডিজাইন করা

ফটোশপে সহজেই লেখার ডিজাইন করা যায়। কিন্তু যারা ফটোশপ ভালভাবে পাবেন না তারা চাইলে অনলাইনেই যেকোন লেখাকে ৫০টিরও বেশী নির্ধারিত ডিজাইনে পেতে পারেন। এজন্য http://www.glowtxt.com%20/সাইটে গিয়ে বাম পাশে থেকে পছন্দের ডিজাইন এবং আনুসঙ্গিক বিষয় নির্বাচন করে ডানে টেক্সট বক্সে লিখে Make text বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লেখার ডিজাইন তৈরী হবে। এটি ডাউনলোড বা লিংক হিসাবেও ব্যবহার করা যাবে। আর ডিজাইন পরিবর্তন করতে চাইলে নিচের নমূনা থেকে পছন্দেরটি নির্বাচন করলেই হবে।

মাইক্রোসফট অফিসের এ্যাপলিকেশনে ট্যাব যোগ করা


মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এ যদি একাধিক ফাইল খোলা হয় তাহলে সেগুলো টাক্সবারের আলাদা আলাদা ভাবে খোলে, ফলে টাক্সবারের যায়গা দখল করে। আবার উইন্ডো ট্যাবেও রাখা যায়। এগুলো যদি একই উইন্ডোর মধ্যে ভিন্ন ভিন্ন ট্যাবে খুলতো তাহলে কেমন হতো! সাধারণত ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে উইন্ডোগুলো একই ব্রাউজারের ভিন্ন ভিন্ন ট্যাবে খোলার ব্যবস্থা আছে। অফিস ট্যাব নামের তৃতীয়পক্ষের একটি টুলস দ্বারা মাইক্রোসফট অফিসে (অফিস ২০০৩ এবং ২০০৭) এই সুবিধা পাওয়া যাবে। এজন্য hi.baidu.com/officecm/ থেকে মাত্র ১.০৫ (১.৩৩) মেগাবাইটের ফ্রিওয়্যার এই টুলসটি ডাউনলোড করে ইনস্টল করে সক্রিয় করুন। এবার ওয়ার্ড (এক্সেল বা পাওয়ারপয়েন্ট) চালু করে একাধিক ডকুমেন্ট খুলে দেখুন ট্যাবে সেগুলো দেখা যাচ্ছে। আপনি চাইলে Tools> মেনু থেকে Show TabBar এ ক্লিক করে ট্যাব প্রদর্শন বন্ধ বা চালু করতে পারবেন। এছাড়াও ট্যাবের রং, স্থান ইত্যাদি পরিবর্তন করতে পারবেন ~Tab Options থেকে।

‘ফ্রি ইউটিউব ইউটিলিটি’ দ্বারা ইউটিউবের ভিডিও নামানো

ইউটিউবের ভিডিও সহজেই সার্চ, ডাউনলোড এবং কনভার্ট করার বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। এর মধ্যে ফ্রি ইউটিউব ইউটিলিটি সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই ইউটিউবের ভিডিও খোঁজা (সারাংশ), iPod, MP4, FLV, MP3, PSP, VCD, WMV, WAV, 3GP, DVD, MOV, WMA, iPhone, AVI, RM, AAC ফরম্যাটে ডাউনলোড+ কনভার্ট করা বা কম্পিউটারে থাকা ডিডিও কনভার্ট করা যাবে বা চালানো যাবে। সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সমর্থনযোগ্য ৪.৭৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.free-youtube.com থেকে ডাউনলোড করে করা যাবে। এই সফটওয়্যারটি ইনস্টল করলে ইন্টারনেট এক্সপ্লোরারে এ্যাডইন ইনস্টল হবে ফলে ইন্টারনেট এক্সপ্লোরার থেকেও সরাসরি এই সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যাবে।

লুকিয়ে রাখুন ফেসবুকের বন্ধুদের তালিকা

জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকে প্রোফাইলে বন্ধুদের সংখ্যা এবং লিস্টে প্রদর্শিত হয়। তবে কেউ চাইলে প্রাইভেসির মাধ্যমে নিজের বন্ধুদের তালিকা অন্য বন্ধুদের বা নির্দিষ্ট কারো কাছ থেকে লুকিয়ে রাখা যায়। এজন্য বন্ধুদেরকে লিস্ট করে রাখলে সুবিধা হবে কারণ লিস্টগুলোকে সহজেই তালিকাভুক্ত করা যায়।
লিস্ট তৈরী করা: ফেসবুকে লগইন করে Friends থেকে All Friends এ যান। এবার বন্ধুদের নামের ডানে Add to list এ ক্লিক করে Create New List টেক্সট বক্সে নতুন গ্রুপের নাম লিখে (আগে থেকে লিস্টের নাম না থাকলে) এন্টার করুন আর তৈরী করা লিস্টে যুক্ত করতে চাইলে লিস্টের উপরে ক্লিক করলেই হবে। এভাবে প্রত্যেক বন্ধুকে ইচ্ছামত লিস্টে যুক্ত করুন।
বন্ধুদের তালিকা প্রদর্শন না করা: এজন্য Settings>Privacy Settings এ যান। এবার Profile এ ক্লিক করে Friends এর ড্রপডাউন থেকে Customize এ ক্লিক করুন। এবার Only Friends চেক করে Except These People এর টেক্সট বক্স এ লিস্টের নাম লিখলে লিস্টটি দেখবে, লিস্টের উপরে ক্লিক করলে তা উপরের তালিকায় যোগ হবে। এভাবে আপনি যে যে লিস্টের বন্ধুকে বা লিস্ট ছাড়া কোন বন্ধুকে বন্ধুদের সংখ্যা এবং তালিকা দেখাতে না সেগুলো যোগ করে Okay করুন। এরপরে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। তাহলে উক্ত বন্ধুরা আপনার মোট বন্ধুর সংখ্যা এবং তালিকা দেখতে পারবে না তবে Mutual Friends এর সংখ্যা এবং তালিকা দেখতে পারবে।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করা

জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট ফেসবুকে সাধারণত ভিডিও ডাউনলোড করা যায় না। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই একটি এ্যাড-অন্স ইনস্টল করে অনায়াসে যেকোন ভিডিও ডাউনলোডের পাশাপাশি কনভার্ট, এ্যামবেট এবং কোড কাস্টমাইজ করতে পারবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9614 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে। তাহলে ফেসবুকের ভিডিওর নিচে Download Video Convert Video Embed this Video Customize Code আসবে। ভিডিও ডাউনলোড করলে MP4 ফরম্যাটে সেভ হবে। আর কনভার্ট করলে www.zamzar.com সাইটের মাধ্যমে অনলাইন কনভার্ট হবে।

লুকিয়ে রাখুন এক্সেলের ওয়ার্কশীট

মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করলে অনেক সময় ওয়ার্কশীট লুকিয়ে রাখতে পারলে সুবিধা হয়। খুব সহজেই যেকোন ডকুমেন্টের যেকোন ওয়ার্কশীট লুকিয়ে রাখা যায়। এজন্য এক্সেলে নির্দিষ্ট ফাইলটি চালু করে Alt+F11 চাপুন তাহলে ভিজ্যুয়াল বেসিক এডিটর চালু হবে। এখানে বাম পাশের প্যানেলে (VBA Project) যে ওয়ার্কবুকটি লুকাতে চান তা নির্বাচন করে Properties এর Visible থেকে 0 -x SheetHidden বা 2 -x SheetVeryHidden নির্বাচন করুন তাহলে উক্ত শীটটি আর দেখা যাবে না। আর শীটটি আবার দেখতে চাইলে Visible থেকে -1 -x SheetVisible নির্বাচন করলেই হবে।

ইয়াহু! মেইল

ইয়াহু! মেইল থেকে পাঠান ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইলপোষ্ট করেছেন মেহেদী আকরাম,September - 11 - 2009 তারিখেসাধারণ ইয়াহু! মেইলে ১০ মেগাবাইট পর্যন্ত ফাইল এ্যাটাচ করে সেন্ড করা যায়। কিন্তু এর থেকে বেশী সাইজের ফাইল সেন্ড করতে হলে বিপাকে পড়তে হয়। সম্প্রতি ইয়াহু! মেইলের সাথে www.drop.io যুক্ত হবার ফলে drop.io এর সেবা ইয়াহু! মেইল থেকেই পাওয়া যাবে। স্বাভাবিকভাবে www.drop.io থেকেও ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল এ্যটাচ এবং শেয়ার করা যায় আর এখন থেকে ইয়াহুর মাধ্যমে এ্যাটাচ করে সেন্ড করা যাবে। তবে এজন্য ড্রপ এর এ্যাপলিকেশন ইয়াহুতে ইনস্টল করতে হবে। আর এতে ইয়াহুর নতুন সংস্করণ ব্যবহার করতে হবে। নতুন সংস্করণ পেতে ইয়াহু! মেইলে লগইন করে http://mrd.mail.yahoo.com/landing সাইটে যান তাহলে নতুন সংস্করণে ইয়াহু লোড হবে।
এবার http://overview.mail.yahoo.com/applications পেজে গিয়ে Get Started বাটনে ক্লিক করলে বাম পাশের প্যানেলে Applications আসবে। এখানে Add এ ক্লিক করে Application Gallery থেকে drop.io Attach Large Files এর Add বাটনে ক্লিক করে (I Agree) যুক্ত করুন। এখন কোন বড় ফাইল সেন্ড করতে চাইলে বাম পাশের এ্যাপলিকেশন থেকে .io Attach Large Files এ ক্লিক করে Get Started Now বাটনে ক্লিক করে (প্রথমবার) এ্যটাচ করুন এবং সেন্ড করুন ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল। সেন্ড করা ফাইলটি ৩০ দিন পর্যন্ত drop.io সার্ভারে সংরক্ষিত থাকবে।

কম্পিউটারের সমস্যা ও সমাধান।