Monday, October 26, 2009

ফায়ারফক্সে ডাউনলোড শেষে কম্পিউটার বন্ধ হবে

জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ডাউনলোড শেষে যদি সয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ হতো তাহলে অনেকেই রাতে বা প্রয়োজনীয় সময়ে বড় বড় ফাইল ডাউনলোড শুরু করে অন্যত্র যেতে পারতো নিশ্চিন্তে। অটো শার্টডাউন এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/5452 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার স্ট্যাটাসবারে দেখুন অটো শার্টডাউন আইকন এসেছে। আইকনে উপরে ক্লিক করলে অটো শার্টডাউন সক্রিয় হবে, তাহলে চলতে থাকা ডাউনলোডগুলো শেষ হলে ম্যাসেজ আসবে এবং নির্দিষ্ট সময় পরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। কোন অপশনসের পরিবর্তন আনতে চাইলে উক্ত আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Options বা টুলস>এ্যাড-অন্স থেকে এ্যাড-অন্স এর Options গিয়ে করতে পারবেন।

জাল এন্টিভাইরাস মুছে ফেলুন

ইদানিং কম্পিউটার ব্যবহারকারীদের প্রধান সমস্যা হচ্ছে ভাইরাস। ইন্টারনেট ব্যবহার করলে এই সমস্যাটা আরো বেশী হয়। আর এর সাথে যুক্ত হয়েছে ফেক বা জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার। নতুন ব্যবহারকারীরা এগুলোকে ভাইরাস মনে করে। এমনই কিছু জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যারের নাম হচ্ছে
1. Cyber Security,
2. Alpha Antivirus,
3. Braviax,
4. Windows Police Pro,
5. Antivirus Pro,
6. PC Antispyware
7. FraudTool.MalwareProtector,
8. Winshield2009.com,
9. Green AV,
10. Windows Protection Suite,
11. Total Security,
12. Windows System Suite,
13. Antivirus BEST,
14. System Security,
15. Personal Antivirus,
16. System Security,
17. Malware Doctor,
18. Antivirus System Pro,
19. WinPC Defender,
20. Anti-Virus-1,
21. Spyware Guard,
22. System Guard,
23. Antivirus 2009,
24. Antivirus 2010,
25. Antivirus Pro,
26. Antivirus 360,
27. MS Antispyware
যা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ইনস্টল হতে পারে।
এসব জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার সহজেই মুছতে পারেন রিমুভ ফেক এন্টি-ভাইরাস সফটওয়্যার দ্বারা। মাত্র ৮৩ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক হচ্ছে http://freeofvirus.blogspot.com|

Tuesday, October 13, 2009

ইয়াহু! এর মাইক্রো ব্লগিং ‘মীমী’

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু! meme (মীমী) নামে মাইক্রো ব্লগিং চালু করেছে। মূল কথা হচ্ছে কিছুদিন আগে ইয়াহু! মীমী পর্তুগিজ এবং স্প্যনিশ ভাষাতে অবমুক্ত হয় এবং সমপ্রতি ইংরেজী ভাষাতে অবমুক্ত হলো। এখন দেখার বিষয় ইয়াহু! এর এই সেবা টুয়িটারের (http://www.twitter.com/) বা টাম্বল্‌র (http://www.tumblr.com/) এর জন্য কতটা শক্ত প্রতিদন্দ্বী হতে পারে। টুয়িটারের মত এখানেও স্ট্যাটাস পোস্ট করা যাবে আর সাথে বাড়তি হিসাবে থাকছে ছবি, অডিও এবং ভিডিও যোগ করার ব্যবস্থা। ছবির ক্ষেত্রে কম্পিউটার থেকে আপলোড বা ওয়েবসাইটে লিংক, অডিও এর ক্ষেত্রে এমপিথ্রি এর লিংক এবং ভিডিও এর ক্ষেত্রে YouTube বা Vimeo এর লিংক ব্যবহার করা যাবে।
মীমী ব্যবহারে জন্য ইয়াহুর একাউন্ট থাকতে হবে। মোবাইল এবং উভয় ক্ষেত্রে
http://meme.yahoo.com/ সাইটে গিয়ে ব্যবহার করা যাবে তবে মোবাইলের জন্য আলাদা সংস্করণ হচ্ছে http://m.yahoo.com/w/meme। প্রথমে উপরোক্ত সাইটে গিয়ে Start Now ক্লিক করে Yes, I am a Yahoo! User করুন এবং ইয়াহু! একাউন্ট দ্বারা লগইন করুন। এরপরে প্রোফাইলে ছবি, শিরোনাম এবং ওয়েব ঠিকানা যোগ করতে পারবেন।

ভাইরাসের কারণে ফোল্ডার হিডেন হলে ফিরে পাওয়া

ভাইরাসের কারণে অনেক সময় হার্ডডিক্সের বা ফ্লাশ ডিক্স (পেন ড্রাইভ) এর ফোল্ডার হিডেন হয়ে যায়। ফলে এই ফোল্ডারগুলো যেমন আনহাইড করা যায় না তেমনই সার্চ করলে ফলাফলও পাওয়ার যায় না।
ফোল্ডারগুলো খুঁজে পেতে Control Panel থেকে Folder Options খুলুন। এবার View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার উক্ত ফোল্ডারে সার্চ (Advanced Options থেকে Search hidden files and folders চেক করে) করুন তাহলে হিডেন হওয়া ফোল্ডারগুলো দেখা যাবে।ভাইরাস জনিত কারনে ফোল্ডারগুলো হিডেন অপশন ডিজেবল হলে উক্ত ফোল্ডারগুলোর প্রোপাটিস থেকে হিডেন চেক বক্স আনচেক করা যাবে না ফলে ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে প্রদর্শিত হবে না। হিডেন অপশন সক্রিয় এবং আনচেক করতে পারবেন এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যার দ্বারা। ১.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এট্রিবিউট চেঞ্জার সফটওয়্যারটি www.petges.lu থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান সেই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Change Attributes এ ক্লিক করুন এবং Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক Ok করে করুন।
ব্যাস এবার দেখুন ফোল্ডারগুলো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। এখন Folder Options এর View ট্যাবে গিয়ে Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করে আসুন।

Wednesday, October 7, 2009

ফায়ারফক্সে পাওয়া যাবে ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা

ওয়েব ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স দিনে দিনে জনপ্রিয় হচ্ছে তার পরেও শীর্ষস্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরারে এমন কিছু সুবিধা আছে যা মজিলা ফায়ারফক্সে নেই। এর মধ্যে ফন্ট সুবিধা অন্যতম। ইউনিকোড নির্ভর ওয়েবসাইট ছাড়া বাংলা ওয়েবসাইট ফায়ারফক্সে পড়তে বেশ ঝামেলা হয়। ফলে বিভিন্ন বাংলা পত্রিকা, সংবাদ সংস্থা বা অনান্য বাংলা সাইট ভিজিট করতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার খুলতে হয়।
কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের এসব সুবিধা যদি মজিলা ফায়ারফক্সে পাওয়া যেত তাহলে কেমন হতো! আইই ট্যাব (ইন্টারনেট এক্সপ্লোরার ট্যাব) এ্যাড-অন্স দ্বারা ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধাগুলো ফায়ারফক্সে উপভোগ করা যাবে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/1419 থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এবার যে যে সাইটটি ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে দেখতে চান সেগুলো ফায়ারফক্সে Tools>IE Tab Options গিয়ে যোগ করুন। এখন উক্ত সাইট ব্রাউজ করার সময় ট্যাবের আইকনে এবং স্ট্যাটাসবারে ডানে ইন্টারনেট এক্সপ্লোরার আইকন দেখতে পাবেন। যদি ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন দেখা যায় তাহলে বুঝবেন উক্ত সাইট ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে ব্রাউজ করা হচ্ছে আর যদি ফায়ারফক্সের আইকন দেখা যায় তাহলে বুঝবেন সেটি ফায়ারফক্স হিসাবে ব্রাউজ করা হচ্ছে। স্ট্যাটাসবারে ডানের উক্ত আইকনে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে তা পরিবর্তিত হয়ে সাইট রিলোড হবে

Sunday, October 4, 2009

মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যা। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না। তবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। এজন্য প্রথমে www.opera.com/mini/ থেকে অপেরা মিনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুন। এরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন।
ব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।

অরকুটের বন্ধুদের ফেসবুকে আনা

বর্তমানে বিশ্বের বহুল ব্যবহৃত ওয়েবসাইটগুলোর মধ্যে ২য় অবস্থানে রয়েছে সামাজিক ওয়েবসাইট ফেসবুক। আরেক (গুগলের) সামাজিক ওয়েবসাইট অরকুটে যাদের একাউন্ট আছে তারা চাইলে অরকুটের বন্ধুদেরকে ফেসবুকে আমন্ত্রণ জানাতে পারবেন সহজেই।
এজন্য www.facebook.com/find-friends/?orkut সাইটে যান এবং Click Here to Login to Orkut বাটনে ক্লিক করে অরকুট একাউন্টে লগইন করুন। অরকুটের টপবারে Friends এ ক্লিক করে নিচের ডানে Export contacts এর Export contacts বাটনে ক্লিক করে বন্ধুদের মেইল ঠিকানা (ধরি contacts.csv নামে) সেভ করুন।
এখন পূর্বের (ফেসুবকের) পেজে ফিরে এসে Browse বাটনে ক্লিক করে সেভ করা contacts.csv ফাইলটি নির্বাচন করে Find Friends বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত contacts.csv ফাইলটিতে থাকা বন্ধুদের মধ্যে কতগুলো বন্ধু আপনার ফেসবুকে বন্ধু হিসাবে আছে, কতগুলোর ফেসবুকে একাউন্ট আছে অথচ আপনার বন্ধু হিসাবে নেই ইত্যাদি তথ্য দেখাবে। এখন যাদের ফেসবুকে একাউন্ট আছে অথচ আপনার বন্ধু হিসাবে নেই তাদেরকে বন্ধু হিসাবে যোগ করতে Select All Friends এ চেক করে নিচের Ad as Friends বাটনে ক্লিক করুন তাহলে সকলের কাছে আপনার আমন্ত্রণ পৌছে যাবে। এরপরে যাদের ফেসবুকে একাউন্ট নেই তাদের তালিকা আসবে। আপনি যদি সবাইকে ফেসবুকে একাউন্ট খোলার আমন্ত্রণ জানাতে চান তাহলে সকল ঠিকানা নির্বাচিত রেখে Invite to Join বাটনে ক্লিক করুন।

Saturday, October 3, 2009

অনলাইনে ইমেজকে টেক্সটে রূপান্তর করা

বই থেকে বা অন্য কোন উৎস থেকে স্ক্যান করা ইমেজ বা স্কিনশট ইমেজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করা যায় OCR (Optical Character Recognition) সফটওয়্যার দ্বারা। কিন্তু সফটওয়্যার ছাড়াও গুগল ডক্সের মাধ্যমে অনলাইনে এধরনের ইমেইজ ফাইলকে সম্পাদন উপযোগী টেক্সট ফাইলে রূপান্তর করে গুগল ডক্সে ব্যবহার করা যায়। এজন্য http://googlecodesamples.com/docs/php/ocr.php সাইটে গিয়ে সাইন ইন করে Grant access বাটনে ক্লিক করুন। এবার Browse বাটনে ক্লিক করে ফাইলটি নির্বাচন করে Start OCR import বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে এটি গুগল ডক্সে সম্পাদন উপযোগী হয়ে আসবে। এখান থেকে অনলাইনে সেভ করা বা হার্ডডিক্সে সেভ করা যাবে বিভিন্ন ফরম্যাটে। ইমেজ ফাইল হিসাবে সর্বোচ্চ ১০ মেগাবাইটের এবং ২৫ মেগাপিক্সেলের .jpg, .png, বা .gif ফরম্যাটের ফাইল ব্যবহার করা যাবে। তবে কম রেজুলেশনের ফাইল আপলোড করলে টেক্সটে রূপান্তর নাও হতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনে ইমেজ ফাইলটির রেজুলেশন বাড়িয়ে নেওয়া উত্তম।

গুগলের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায় তাহলে তেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এজন্য ২.৯ মেগাবাইটের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এছাড়াও Google Text এ যা লিখবেন না তা গুগলের মূল লগো পরিবর্তে দেখা যাবে।

গুগলের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায় তাহলে তেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এজন্য ২.৯ মেগাবাইটের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এছাড়াও Google Text এ যা লিখবেন না তা গুগলের মূল লগো পরিবর্তে দেখা যাবে।

মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক

ইন্টারনেটে বাংলা (ইউনিকোড) ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। কিন্তু বাংলা বানান পরীক্ষক (স্পেল চেকার) না থাকায় মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সমপ্রতি বাংলা স্পেল চেকিং ডিকশনারী এ্যাড-অন্স পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। ফলে মজিলা ফায়ারফক্সে বাংলা লিখতে ভুল করলে সেটি যেমন বোঝা যাবে তেমনই তা সংশোধন করা যাবে। মাত্র ৩৫৫ কিলোবাইটের এই এ্যড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণের পাশাপাশি মজিলা থান্ডারবার্ড এবং সিমানকিতেও ইনস্টল করা যাবে।
সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরে কিছু বানানের সাজেশন দেবে পছন্দেরটিতে ক্লিক করলেই হবে।
আর যদি ইংরেজী ভাষাকে আবার স্পেল চেকার হিসাবে ডিফল্ট করতে চান তাহলে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে English / United States নির্বাচন করুন।
এই এ্যাড-অন্সটি এখনো পরীক্ষামূলক হিসাবে রয়েছে। রিডিভ প্রক্রিয়ার পরে মজিলা কর্তৃপক্ষ এ্যাড-অন্সটিকে পাবলিক করবে। তাই ব্যবহারকারীগণকে রিভিউ প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ্যাড-অন্সটি তৈরী করেছেন www.ankur.org.bd

শুরু হয়েছে ডিভি ২০১১ পূরণের সময়

শুরু হয়েছে ডিডি (ডাইভারসিটি ভিসা) ২০১১। ২ অক্টোবর ২০০৯ থেকে ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত ডিভি ২০১১ পূরণ করা যাবে। শেষের দিকে সার্ভার ব্যস্ত থাকায় শুরুর দিকে ডিভি পূরণ করা উচিত। ডিভি ২০১০ এ বাংলাদেশ থেকে ৬০০১ জন জয়ী হয়, যা বিশ্বের মধ্যে প্রথম। ডিভি ২০১১ এর সকল নিয়ম কানুন ২০১০ এর মতনই। ওয়েসাইটের ঠিকানা: www.dvlottery.state.gov এবং মূল এ্যাপলিকেশনের ঠিকানা: www.dvlottery.state.gov/application.aspx। ছবি সংক্রান্ত এবং অনান্য তথ্য পাওয়া যাবে http://www.shamokaldarpon.com/?p=807 এবং http://travel.state.gov/visa/immigrants/types/types_1318.html থেকে।