Sunday, September 13, 2009

‘ফ্রি ইউটিউব ইউটিলিটি’ দ্বারা ইউটিউবের ভিডিও নামানো

ইউটিউবের ভিডিও সহজেই সার্চ, ডাউনলোড এবং কনভার্ট করার বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। এর মধ্যে ফ্রি ইউটিউব ইউটিলিটি সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই ইউটিউবের ভিডিও খোঁজা (সারাংশ), iPod, MP4, FLV, MP3, PSP, VCD, WMV, WAV, 3GP, DVD, MOV, WMA, iPhone, AVI, RM, AAC ফরম্যাটে ডাউনলোড+ কনভার্ট করা বা কম্পিউটারে থাকা ডিডিও কনভার্ট করা যাবে বা চালানো যাবে। সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সমর্থনযোগ্য ৪.৭৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.free-youtube.com থেকে ডাউনলোড করে করা যাবে। এই সফটওয়্যারটি ইনস্টল করলে ইন্টারনেট এক্সপ্লোরারে এ্যাডইন ইনস্টল হবে ফলে ইন্টারনেট এক্সপ্লোরার থেকেও সরাসরি এই সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment