Monday, May 10, 2010

Cryptor এর সাহায্যে ক্রাইপ্ট,এনক্রাইপ্ট সোর্স বা প্রটেক্ট করা যে কোন ফাইলকে বা ফোল্ডারকে।

এর আগে আমরা ফোল্ডার লক বা ফাইল প্রটেক্ট করার জন্য অনেক এপ্লিকেশনের কথা আলোচনা করেছিযেমন freehide folder,folder lock ইত্যাদিCryptor ফোল্ডার লক বা ফাইল প্রটেক্ট করার জন্য আর একটি গ্রেট ইউটিলিটীCryptor উইন্ডোস এবং ম্যাক এই দুটি প্লাটফর্মের জন্যই কাজ করে থাকেএর মাধ্যমে মাত্র দুটি ক্লিকেই যে কোন ফোল্ডার বা ফাইলকে প্রটেক্ট করা যাবে অন দি ফ্লাইএপ্লিকেশনটি ইনস্টলেশের পরে রান করে Add ট্যাবে ক্লিক করে ফোল্ডার বা ফাইল সেলেক্ট করতে হবে

এর পরে Encrypt/Decrypt ট্যাবে ক্লিক করলে প্যাসওয়ার্ড দিয়ে দিতে হবে,একবার প্যাসওয়ার্ড দেওয়া হলে এপ্লিকেশনটি এক্সিট করতে হবে




এখন চাইলে প্রটেক্ট করা ফাইল বা ফোল্ডারটির অরিজিন্যাল ফাইল বা ফোল্ডারটিকে ডিলিট করা যাবে এবং Encrypt করা ফাইলটিকে usb তেও কপি করা যাবে।ফাইলগুলিকে অপেন করার দরকার পড়লে এপ্লিকেশনটি রান করে ফাইল সেলেক্ট করে Encrypt/Decrypt ট্যাবে ক্লিক করে প্যাসওয়ার্ড দিয়ে অপেন করা যাবে।আপডেট এবং অনান্য সেটিং Preferences ট্যাবে ক্লিক করে মেনটেন্ট করা যাবে।