Thursday, December 3, 2009

কম্পিউটার কে কিছুটা ফাস্ট করুন

খুব ছোট্ট একটা টিপস আপনাদের সবার জন্য। কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার স্লো কম্পিউটার কে কিছুটা ফাস্ট করতে পারেন। আর আপনার এই কাজটি করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। এটা মূলত RAM কে টুইক করা। এর মাধ্যমে RAM এ অবস্থানরত ডাটাকে পেজ ফাইলে সরিয়ে দেওয়া হয়। ফলে RAM কিছুটা খালি হয়ে যায় এবং কম্পিউটারের স্পীড কিছুটা বেড়ে যায়। খেয়াল রাখবেন এটা একবার করলে হবে না, যখনই পিসি একটু স্লো মনে হবে তখনই করতে হবে। আসুন দেখি কি ভাবে এটা করা যা‌য়।

১. প্রথমে Notepad চালু করুন।
২. নিচের কোডটি লিখুন।

MYSTRING=(80000000)

৩. এবার File -> Save ক্লিক করুন।
৪. Save as type: এ All Files সিলেক্ট করুন।
৫. File name: এ ram.vbe লিখে ডেস্কটপে সেভ করুন।
৬. ডেস্কটপ থেকে সেভ করা ram ফাইলটিকে ডাবল ক্লিক করুন।

No comments:

Post a Comment