Tuesday, November 24, 2009

ওয়েবসাইট না খুলেই PageRank, Alexa rank দেখুন

কোন ওয়েবসাইট Google PageRank বা Alexa rank কত তম তা জানতে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে দেখতে হয়। কিন্তু যদি আলাদা কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ব্রাউজ করার সময় চলতি ওয়েব সাইটের Google PageRank বা Alexa rank দেখা যায় তাহলে কেমন হয়!
ফায়ারফক্সের SearchStatus এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/321 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার কোন ওয়েবসাইট খুলে দেখুন স্ট্যাটাসবারে উক্ত সাইটের Google PageRank বা Alexa rank দেখা যাচ্ছে। এছাড়াও SearchStatus আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Enable এ Compete ranking এবং mozRank চেক করে স্ট্যাটাসবারে আনতে পারবেন। আর চলতি ওয়েব সাইটটির সাইটম্যাপ, রোবট, আর্কাইভ, হুইজ ইত্যাদি সহজেই দেখতে পারবেন।

No comments:

Post a Comment