Monday, October 26, 2009

জাল এন্টিভাইরাস মুছে ফেলুন

ইদানিং কম্পিউটার ব্যবহারকারীদের প্রধান সমস্যা হচ্ছে ভাইরাস। ইন্টারনেট ব্যবহার করলে এই সমস্যাটা আরো বেশী হয়। আর এর সাথে যুক্ত হয়েছে ফেক বা জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার। নতুন ব্যবহারকারীরা এগুলোকে ভাইরাস মনে করে। এমনই কিছু জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যারের নাম হচ্ছে
1. Cyber Security,
2. Alpha Antivirus,
3. Braviax,
4. Windows Police Pro,
5. Antivirus Pro,
6. PC Antispyware
7. FraudTool.MalwareProtector,
8. Winshield2009.com,
9. Green AV,
10. Windows Protection Suite,
11. Total Security,
12. Windows System Suite,
13. Antivirus BEST,
14. System Security,
15. Personal Antivirus,
16. System Security,
17. Malware Doctor,
18. Antivirus System Pro,
19. WinPC Defender,
20. Anti-Virus-1,
21. Spyware Guard,
22. System Guard,
23. Antivirus 2009,
24. Antivirus 2010,
25. Antivirus Pro,
26. Antivirus 360,
27. MS Antispyware
যা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ইনস্টল হতে পারে।
এসব জাল এন্টি-ভাইরাস এবং জাল এন্টি-স্পাইওয়্যার সহজেই মুছতে পারেন রিমুভ ফেক এন্টি-ভাইরাস সফটওয়্যার দ্বারা। মাত্র ৮৩ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক হচ্ছে http://freeofvirus.blogspot.com|

No comments:

Post a Comment