Thursday, December 24, 2009

XP তে ও Seven এর মত Automatic Wallpaper Change করুন


যারা Windows Seven ব্যবহার করেছেন, Wallpaper Automatic বদল হওয়ার মজা তারা পেয়েছেন। এ কাজটি Windows XP তে ও করানো যায়। এর জন্য দরকার বাড়তি সফটওয়্যার যার নাম Caledos Automatic Wallpaper Changer। এই সফটওয়্যারটি পাবেন এই ঠিকানায়। Download Now এ ক্লিক করার কিছুখন পর caledo656.zip নামে একটি ফাইল আসলে সেভ করে নিন। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করার জন্য ফাইলটির উপর রাইট ক্লিক করে Extract File এ ক্লিক করে আনজিপ করুন। এবার setup এ ক্লিক করে install করুন। তবে “Microsoft .NET Framework 3.5 SP1” Install না থাকলে এটি নিজেই নেট থেকে নামাতে থাকে। আপনি চাইলে ম্যানুয়ালি নিজে ও নামিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে এই লিংক এ। ইচ্ছে করলে এখান থেকেও নামাতে পারেন।

জিমেইল এর জন্য ফায়ারফক্স এর মজার একটি এড-অন



Gmail ব্যবহারকারীরা এর গতানুগতিক লগিন থিম দেখে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই বোরিং লাইফ থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজেই ফায়ারফক্সের একটি ছোট্ট এক্সটেনশন ব্যবহার করে। এর নাম Google Redesigned। এডঅনটি ফায়ারফক্স এ এড করার পরে জিমেইল visit করে দেখুন কেমন লাগে। এক্সটেনশনটি নিজে থেকে আপডেট হয়। ফলে নিত্য নতুন আপডেটের সাথে নতুন নতুন আউটলুক পেয়ে যাবেন খুব সহজেই।

Sunday, December 13, 2009

পাল্টে ফেলুন ফেসবুকের থিম


সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম :)। খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন।
আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগিন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি।

Thursday, December 10, 2009

একাধিক Google Talk রান করুন এক সাথে


ইদানিং চ্যাট করার জন্য Google Talk একটি জনপ্রিয় সফটওয়্যার Google Talk সাধারনত একটা পিসিতে একটা উইন্ডোর বেশি রান হয় না ফলে আপনার যদি একাধিক Gmail আইডি থাকে সবগুলো থেকে এক সাথে লগিন করতে পারবেন না অথবা এক পিসিতে কয়েকজন এক সাথে লগিন করতে চাইলে তাও সম্ভব নয় তবে মন খারাপ করার কিছু নেই চেষ্টা করলে সব কিছুতেই একটা না ব্যবস্থা হয়ে যায় চলুন দেখি কত সহযে উপরোক্ত সীমাবদ্ধতা দুর করা যায়

আপনার একটি Gmail আইডি থাকলেই এই সফওয়্যারের মাধ্যমে চ্যাট করতে পারবেন

ধরে নিচ্ছি, আপনার পিসিতে C:\Program Files\Google\Google Talk\ লোকেশনে Google Talk ইনস্টল করা আছে

১. ডেস্কটপে খালি যায়গায় রাইট ক্লিক করে New -> Shortcut এ ক্লিক করুন
২. Type the location of the item: এর নিচের টেক্সট বক্সে নিচের লেখাটি কপি করে পেস্ট করুন

"C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /nomutex

৩. Next দিন
৪. Finish দিন

ডেস্কটপে Google Talk এর একটা শর্টকাট দেখতে পাবেন এই শর্টকাট থেকে যত খুশি Google Talk রান করতে পারবেন

একই পিসিতে একাধিক YAHOO! Messenger চালু করার কৌশল


একই পিসি থেকে একাধিক YAHOO! Messenger চালু ও একাধিক আইডি দিয়ে ইয়াহুতে চ্যাটিং করা যায়।

১. Win Key + R চাপুন অথবা Start এ গিয়ে Run এ ক্লিক করুন।
২. regedit লিখে এন্টার দিন।
৩. HKEY_CURRENT_ USER -> Software -> yahoo -> pager এ ক্লিক করুন।
৪. Pager এ গিয়ে Test এ রাইট মাইস ক্লিক করে New তে গিয়ে DWORD প্রেস করুন, নাম দিন Plural এবং ভ্যালু সেট করুন 00000001

৫. Registry Editor বন্ধ করে পিসি রিস্টার্ট দিন। আর যত খুশি ID দিয়ে চ্যাটিং করুন।

Wednesday, December 9, 2009

ফ্রি SMS করুন kuripotxt থেকে

বিনামূল্যে বিভিন্ন সাইট থেকে এসএমএস করা যায় আবার পরবর্তীতে এই সুবিধা সীমিত বা বন্ধও হয়ে যায়। সমপ্রতি এরকমই ফ্রি এসএমএস এর একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে। এজন্য www.kuripotxt.net সাইটে গিয়ে মোবাইল নম্বর বক্সে দেশের কোডসহ (যেমন, +৮৮০১৭১৩******) মোবাইল নম্বর লিখে নিজের ম্যাসেজ বক্সে ১৬০ ক্যারেক্টারের ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করলেই হবে। প্রাপকের মোবাইলে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর দেখাবে। বাংলাদেশে গ্রামীনফোন, ওয়ারিদ এবং একটেল অপারেটর সমর্থন করে। বর্তমানে আনলিমিটেড এসএমএস করা যাবে। পরে কি হয় কে জানে।
এই লিংকটি নেয়া হয়েছে http://www.shamokaldarpon.com/?p=1921 থেকে।

Monday, December 7, 2009

মজিলা ফায়াফক্সে ব্রাউজিং স্পিড বাড়াতে কিছু টিপস

Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার করুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।

HTTP PIPELINING এনাবল করুন:
১. HTTP পাইপলাইনিং এনাবল করে আপনি ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু'টো ভ্যালু পাবেন।
২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)

HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:
১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে ফিন্টারে টাইপ করুন- network.http.proxy.pipelining।
২. network.http.proxy.pipelining অপশনের ভ্যালু পরিবর্তনের জন্য ডাবল ক্লিক করে True করুন।
৩. ফিন্টার বক্সে network.dns.disableIPv6 লিখুন।
৪. network.dns.disableIPv6 অপশনে ডাবলক্লিক করে True করুন।

CONTENT INTERRUPT PARSING যুক্ত করুন:
১. এই অপশনটি আগে থেকে থাকে না। সুতরাং আপনাকে যুক্ত করে নিতে হবে।
২. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
৩. New boolean value নামের যে পপ আপ উইন্ডোটি আসবে সেখানে content.interrupt.parsing টাইপ করুন।
৪. True ভ্যালু সেট করে OK করুন।

CONTENT MAX TOKENIZING TIME যুক্ত করুন:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.max.tokenizing.time লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে 2250000 সেট করে OK করুন।

CONTENT NOTIFY ONTIMER:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।
২. পপ আপ বক্সে content.notify.ontimer টাইপ করে ওকে করুন।
৩. ভ্যালু হিসেবে True নির্বাচন করুন।

CONTENT NOTIFY BACKOFFCOUNT:
১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।
২. content.notify.backoffcount লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে সেট করুন ৫।

Firefox বন্ধ করে আবার চালু করুন এবং ব্রাউজ করে দেখুন। পার্থক্যটা নিজেই ধরতে পারবেন।

Sunday, December 6, 2009

পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন CD/DVDROM

আনেক সময় দেখা যায়, আপনি আপনার কম্পিউটার চালু রেখে হয়ত কোন কাজে বাহিরে গেছেন এসে দেখছেন এরই মধ্যে আপনার রুমমেট আপনার কম্পিউটারে CD দিয়ে ছবি দেখা শুরু করল আপনার একটা জরুরী কাজ ছিল কম্পিউটারে কিন্তু রুমমেট কে কিছু বলতে পারছেন না শুধু মনে মনে খুব বিরক্তি বোধ করছেন আপনি চাইছেন কেউ যেন আপনার কম্পিউটারের CDROM বা DVDROM অপনার অনুমতি ছাড়া ব‌্যবহার করতে না পারে এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? যদি চাঁদে যাওয়া সম্ভব হয়, তবে এটা আর এমন কি? :) একদম পাসওয়ার্ড মেরে লক করে রেখে যান আপনার কম্পিউটারের CDROM বা DVDROM

এজন্য আপনাকে একটা সফটওয়্যার ডা‌উনলোড করতে হবে সফটওয়্যারটি ১০০% ফ্রি ডা‌উনলোড করুন এই লিংক থেকে ডা‌উনলোড শেষে এখন সফটওয়্যারটি ইনস্টল করুন চালু করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা সিডি আইকন আইকনটিতে ক্লিক করুন Bearbeiten -> Optionen -> Sprache তে গিয়ে English সিলেক্ট করে Apply দিন Edit -> Preferences এ Password protection এ টিক চিহ্ন দিন পাসওয়ার্ড লিখে থেকে OK -> Apply ক্লিক করুন all CD/DVD drives টিক চিহ্ন দিয়ে OK ক্লিক করুন(Lock সিলেক্ট থাকতে হবে) এখন দেখুন তো আপনার CD/DVD ওপেন হয় কিনা? আর আনলক করতে চাইলে unlock সিলেক্ট করে OK দিন পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে OK দিন আনলক হয়ে যাবে

আপনার পিসির স্পীড বাড়ানোর জন্য ব্যবহার করুন Windows Doctor

আমরা সবাই চাই আমাদের কম্পিউটারটি Fast চলুক আর আপনার পিসির স্পীড বাড়ানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন Windows Doctor সফটওয়্যারটি এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার পিসিকে Trojans, viruses and spyware আক্রান্ত করতে পারবে না আপনি সফটওয়্যারটি ইনষ্টল দিয়ে রেজিষ্ট্রেশন করে ফুল ভার্সন করে নিবেন তারপর System Security নামে একটি লেখা দেখতে পাবেন আপনি তাতে ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Next এ দেন তারপর Repair এ ক্লিক করুন (তবে আপনি এ কাজটি করার আগে আপনার পিসির সাথে নেট কানেকশন দিয়ে নিবেন) Registy Cleanup নামে আরেকটি লেখা দেখবেন ঐ খান ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Clean এ ক্লিক করুন Privacy Cleanup নামে আরেকটি লেখা দেখবেন ঐ খান ক্লিক করে Scan এ ক্লিক করুন তারপর Clean এ ক্লিক করুন তারপর System Speed-up নামে আরেকটি অপশন দেখবেন তাতে ক্লিক করুন Analyze এ ক্লিক করে Optimize এ ক্লিক করুন তাছাড়া আপনি এই সফটওয়্যারটি দ্বারা আপনার কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশের তথ্য জানতে পারবেন তাহলে আর দেরী কেন আজই ডাউনলোড করুন এই লিংক থেকে
আপনারা SL NO. এর জন্য আমাকে মেইল করুন cominfo2021@gmial.com

Thursday, December 3, 2009

কম্পিউটার কে কিছুটা ফাস্ট করুন

খুব ছোট্ট একটা টিপস আপনাদের সবার জন্য। কোন সফটওয়্যার ছাড়াই আপনি আপনার স্লো কম্পিউটার কে কিছুটা ফাস্ট করতে পারেন। আর আপনার এই কাজটি করতে সময় লাগবে মাত্র ২ মিনিট। এটা মূলত RAM কে টুইক করা। এর মাধ্যমে RAM এ অবস্থানরত ডাটাকে পেজ ফাইলে সরিয়ে দেওয়া হয়। ফলে RAM কিছুটা খালি হয়ে যায় এবং কম্পিউটারের স্পীড কিছুটা বেড়ে যায়। খেয়াল রাখবেন এটা একবার করলে হবে না, যখনই পিসি একটু স্লো মনে হবে তখনই করতে হবে। আসুন দেখি কি ভাবে এটা করা যা‌য়।

১. প্রথমে Notepad চালু করুন।
২. নিচের কোডটি লিখুন।

MYSTRING=(80000000)

৩. এবার File -> Save ক্লিক করুন।
৪. Save as type: এ All Files সিলেক্ট করুন।
৫. File name: এ ram.vbe লিখে ডেস্কটপে সেভ করুন।
৬. ডেস্কটপ থেকে সেভ করা ram ফাইলটিকে ডাবল ক্লিক করুন।

Mozilla firefox কে ভিস্তার মত করুন

মজিলা ফায়ারফক্স একটি জনপ্রিয় ব্রাউজার অনেকেই এটি ব্যবহার করেন এমন কি cae.com.bd কে ভালভাবে দেখানোর জন্য এটি ব্যবহার করতে বলে যাইহোক, ফায়ারফক্সের ডিফল্ট থিমটা যদি আপনাদের ব্যবহার করতে করতে আর ভাল লাগে তাহলে এটিকে ভিস্তার মত করতে পারেন এজন্য এই অ্যাড- অনটি ইনস্টল করতে হবে খুবি ছোট একটি Add-on, ডাউনলোড করাও খুব সহজ, ইন্সটল হয়ার পরে ফায়ারফক্স রিস্টার্ট করুন, আপনা আপনিই এটি ইন্সটল করা শুরু হবে, তারপর ফায়ারফক্স রিস্টার্ট করুন ব্যাস কাজ শেষ দেখুন আপনার ফায়াফক্সের চেহারা কেমন হয়ে গেল এড-অনটি ডাউনলোড করুন এই লিংক থেকে

কম্পিউটারকে হ্যাং এর হাত থেকে বাঁচান

উইন্ডোজ এক্সপিতে অনেক সময় দেখা যায় অফিস প্রোগাম, উইনএম্প এবং অন্যান্য প্রোগাম গুলো চলন্ত অবস্থায় কম্পিউটার হ্যাং হয়ে যায় আর লেখা আসে Not Responding এবং Close বাটন এ ক্লিক করার সাথে সাথে সকল কাজ বন্ধ হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন।

১. Start -> Run এ regedit টাইপ করে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_CURRENT_USER -> Control Panel -> Desktop এ ক্লিক করুন।
৩. ডানপাশে AutoEndTask এ রাইট ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: 0 এর পরিবর্তে 1 লিখে OK ক্লিক করুন।
৪. এখন থেকে Not Responding গ্রোগ্রামগুলো সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ফলে পিসি হ্যাং হবে না।