Thursday, November 26, 2009

আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিন!!

আজ থেকে আপনি চাইলে আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! আবার নেভানো ও যাবে। আপনি যেহেতু আগুনটা ধরিয়েছেন আপনিই নেভাতে পারবেন। আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। খুবি মজার আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরান আবার নেভান। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। এখন বলি কিভাবে আগুন লাগাবেন আপনার ডেক্সটপে। প্রথমে আপনাকে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে সফটওয়্যারটি চালূ করুন। চালূ করার পরে start over লেখাটি দেখতে পাবেন। ঐখানে ক্লিক করে আপনি আপনার খুশি মতে আপনার ডেক্সটপে আগুন লাগাতে পারেন মাউস দিয়ে। আপনি চাইলেই আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিকেও আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারেন। এই জন্য আপনাকে যেতে হবে about এ। about গিয়ে দেখতে পাবেন নিছে লিখা আছে my desktop icons on fire। ঐ খানে ক্লিক করুন। তা হলেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে ও আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান :)। files এ গিয়ে load আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান। ভালো লাগলে জানাবেন। আরো একটা মজার সফটওয়্যার আছে আমার কাছে আপনাদের ভালো লাগলে ঐটাকে নিয়ে লিখবো।

WindowsXp তে চোখের পলকে Minimize/Maximize করা

আপনি চাইলে WindowsXp তে Minimize/Maximize এর গতি বাড়িয়ে নিতে পারেন। এজন্য Start Menu -> Run ক্লিক করুন অথবা keyboard থেকে Win + r টাইপ করুন। এবান Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে। HKEY_CURRENT_USER > ControlPanel > Desktop > WindowMetrics থেকে MinAnimate এ ডাবল ক্লিক করুন এবং মান ১ এর স্থানে ০ করে দিন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর Minimize/Maximize করেলই বুঝতে পারেবন।

আপনি কি বাংলা গান Download করতে চান?

যারা ইন্টারনেটে গান খুজেন তাদেরকে বলছি, আপনারা চাইলে সহজে http://www.music.com.bd এই সাইট থেকে পছন্দের গান ডাউনলোড করতে পারবেন এই সাইটে লেটেস্ট গান সহ পুরাতন গান পাবেন এই সাইট ছাড়াও আরও বেশ কিছূ ওয়েবসাইট রয়েছে, সেইগুলো হল:
www.murchona.com
www.community.polapain.com
www.gaanwala.net
www.mybanglamusic.com
www.banglamusic.com
www.bdbangla.com
www.mehreen.net
www.gaanwala.net/
www.deshiportal.com
www.bdmusiconline.com
www.banglamp3s.com/ thumbs_up
www.ferdous.org
www.banglamusic.com
www.music.com.bd
www.polapain.com
www.murchona.com
www.samsmusiczone.com
www.mybanglamusic.com/mp3/index.php?dir=Band
www.deshikotha.com/component/opt … Itemid,91/
www.amaderzone.com/
www.amarshonarbangla.com/
www.banglamoviesonline.com/
www.banglamusic.com/
www.desigaan.com/dg/ thinking
www.banglanatokdownload.com/
www.banglasmash.com/
www.banglasur.com/
www.basicallyshetai.com/
www.bdbangla.com/
www.bd-dramaserials.com/
www.bd-natok.com/
www.bengaliguru.com/
www.bengalimusiconline.com/
www.deshikotha.com/
www.dramaserials.com/
www.fatafatibangali.com/
www.freefellows.com/
www.idesiworld.com/
www.infobangladesh.com/music
www.music.com.bd/
www.mybanglamusic.com/
www.pagolmon.com/
www.doridro.com/
www.surerbhubone.com/
www.banglasangeet.com/index.html



Tuesday, November 24, 2009

ওয়েবসাইট না খুলেই PageRank, Alexa rank দেখুন

কোন ওয়েবসাইট Google PageRank বা Alexa rank কত তম তা জানতে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে দেখতে হয়। কিন্তু যদি আলাদা কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ব্রাউজ করার সময় চলতি ওয়েব সাইটের Google PageRank বা Alexa rank দেখা যায় তাহলে কেমন হয়!
ফায়ারফক্সের SearchStatus এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/321 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার কোন ওয়েবসাইট খুলে দেখুন স্ট্যাটাসবারে উক্ত সাইটের Google PageRank বা Alexa rank দেখা যাচ্ছে। এছাড়াও SearchStatus আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Enable এ Compete ranking এবং mozRank চেক করে স্ট্যাটাসবারে আনতে পারবেন। আর চলতি ওয়েব সাইটটির সাইটম্যাপ, রোবট, আর্কাইভ, হুইজ ইত্যাদি সহজেই দেখতে পারবেন।

সফটওয়্যার ছাড়ায় স্কাইপীতে ভয়েস চ্যাটিং করা

জনপ্রিয় ভয়েস এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্ক্যাইপীতে চ্যাটিং করতে হলে সফটওয়্যার ডাউনলোড করে চ্যাটিং করতে হয়। কিছু দিন আগেও ইয়াহু, গুগলে ডেক্সটপ ক্লাইন্ট ছাড়া চ্যাটিং করা যেত না। বর্তমানে অনলাইনেই ইয়াহুতে চ্যাটিং করা যায় আর গুগলে ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। স্কাইপীর সাইটে এমন সুযোগ না থাকলেও আইএমও এমন সুযোগ করে দিয়েছে। ফলে কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র লগইন করেই স্ক্যাইপীতে চ্যাটিং করা যাবে।
এজন্য www.imo.im সাইটে গিয়ে স্কাইপী নির্বাচন করে লগইন করে ভয়েস বা ভিডিও চ্যাটিং করতে পারেন। আইএমওতে স্কাইপী ছাড়াও একই সাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা ফেসবুকের আইডি দ্বারা লগইন করেও চ্যাটিং করা যাবে।
এছাড়াও আইএমও এর মাত্র ৯৬৪ কিলোবাইট ডেক্সটপ ক্লাইন্ট দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপী দ্বারা চ্যাটিং করতে পারবেন। এমনই আরেকটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হচ্ছে পিজিন

শেষ হতে যাচ্ছে DV 2011 পোগ্রাম

আগামী ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত ডিভি ২০১১ পূরণ করা যাবে শেষের দিকে সার্ভার ব্যস্ত থাকায় শুরুর দিকে ডিভি পূরণ করা উচিত ডিভি ২০১০ এ বাংলাদেশ থেকে ৬০০১ জন জয়ী হয়, যা বিশ্বের মধ্যে প্রথম ডিভি ২০১১ এর সকল নিয়ম কানুন ২০১০ এর মতনই ওয়েসাইটের ঠিকানা: www.dvlottery.state.gov এবং মূল এ্যাপলিকেশনের ঠিকানা: www.dvlottery.state.gov/application.aspx ছবি সংক্রান্ত এবং অনান্য তথ্য পাওয়া যাবে http://www.shamokaldarpon.com/?p=807 এবং http://travel.state.gov/visa/immigrants/types/types_1318.html থেকে আপনি যদি Firefox ব্যাবহার করেন তাহলে এই www.dvlottery.state.gov সাইটে গিয়ে SSL ENTRY প্রবেশ করে আবেদন করতে পারবেন

Saturday, November 21, 2009

অনলাইনে ছবি কাটা ছেড়া করা

অনলাইনে ছবি সম্পাদন করার অনেক সাইট আছে। ‘কাট মাই পিক’ সাইটে তেমনই একটি সাইট যেখানে ছবি কাটা বা কর্ণার করা বা ছায়া যুক্ত করা যাবে। আর সেই সাথে সম্পাদন করা ছবি ডাউনলোড বা মেইল করা যাবে।
স্টেপ ১) এজন্য www.cutmypic.com সাইটে গিয়ে ছবি ব্রাউজ করে GO
বাটনে ক্লিক করুন।
স্টেপ ২) এবার ছবির কতটুক রাখতে চান তা নির্বাচন করুন বাম পাশের Original Pic থেকে। মাঝের কর্ণার এবং ড্রপ সেডো নির্বাচন করে ডানে Preview বাটনে ক্লিক করে প্রিডিউ দেখুন। কাজ শেষ হলে Done! বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩) ছবিটি কাউকে মেইল করতে ফরম পূরণ করে Send! বাটনে ক্লিক করুন আর কম্পিউটারে সেভ করতে ডানেরSave Your Pic! বাটনে ক্লিক করে সেভ করুন।


উইন সিক্রেট ২০০৯: দারুন টোয়ীক সফটওয়্যার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী বিভিন্ন টোয়ীক সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে টোয়ীক নাউ এর উইন সিক্রেট ২০০৯ অন্যতম। অনান্য টোয়ীক সফটওয়্যার থেকে এর পার্থক্য হচ্ছে এতে কিছু অনন্য টোয়ীক রয়েছে। যেগুলো এ্যাপলিকেশন, কন্ট্রোল প্যানেল, ডেক্সপট, বিবিধ, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, ওইএম ইনফো, স্পেসাল ফোল্ডারস, র্স্টাট মেনু, ইউজার একাউন্টস, উইন্ডোজ কেয়ার, উইন্ডোজ এক্সপ্লোরার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই একই সফটওয়্যার নির্মাতার আরেকটি টোয়ীক সফটওয়্যার হচ্ছে ‘টোয়ীক নাউ পাওয়ার প্যাক ২০০৯’। ৪.৭৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই ‘টোয়ীক নাউ উইন সিক্রেট ২০০৯’ সফটওয়্যারটি www.tweaknow.com থেকে ডাউনলোড করতে পারবেন।

Wednesday, November 18, 2009

নেট প্লেয়ারে চলবে ইন্টারনেট রেডিও এবং টিভি

ইন্টারনেট টিভি দেখতে সাধারণত টিভি চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয় আর রেডিও ক্ষেত্রেও একই পদ্ধতি। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়!
এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাস নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন। এই সফটওয়্যারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাস নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। মাত্র ২.১৭ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.skytouch-software.com থেকে ডাউনলোড করতে পারবেন।

ফাইলজিলাতে একাধিক একাউন্ট লগইনের সুবিধা

জনপ্রিয় এফটিপি সলুশন ফাইলজিলা (Filezilla) সমপ্রতি নতুন সংস্করণ ৩.৩.০ ফাইলজিলা ক্লাইন্ট অবমুক্ত করেছে। নতুন এই সংস্করণে ওয়েব ব্রাউজারের মত ট্যাব সুবিধা রয়েছে। ফাইল মেনু থেকে ট্যাব বা Ctrl + T চেপে নতুন ট্যাব পাওয়া যাবে। ফলে একাধিক ট্যাবে একাধিক সার্ভারের সংযোগ স্থাপন করা যাবে। পূর্বের অনান্য সংস্করণে নতুন কোন সার্ভারের সংযোগ স্থাপন করতে হলে চলতি সংযোগ বিছিন্ন করতে হতো। মাত্র ৩.৯২ মেগাবাইটের ফ্রি, ওপেন সোর্স, ক্রসপ্লাটফর্ম (উইন্ডোজ, লিনাক্স, ম্যাক) এই সফটওয়্যারটি http://filezilla-project.org থেকে ডাউনলোড করা যাবে।

অডিও রূপান্তর করুন ফ্যানভিসতা অডিও কনভার্টার দ্বারা

অনেক সময় অডিও ফাইলকে পছন্দের ফরম্যাটে রূপান্তর করার প্রয়োজন হয় ফলে অডিও কনভার্টার দ্বারা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার দরকার পরে বা ভিডিও থেকে অডিও পছন্দের ফরম্যাটে আলাদা করতে হয় বিভিন্ন অডিও কনভার্টারের মধ্যে ফ্যানভিসতা অডিও কনভার্টার অন্যতম এই সফটওয়্যার দ্বারা MP3, WMA, OGG, WAV, AAC, M4A, AIFF, FLAC, AC3, AMR, MMF, MP2 ফরম্যাটের অডিও এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে আর ভিডিও থেকে অডিও আলাদা করার ক্ষেত্রে AVI, WMV, 3GP, 3G2, ASF, FLV, MP4, MOV, MPG, MPEG, SWF, RM, RV, DIVX, M1V, M2V, MKV, MPE, MPV, VOB, WM ফরম্যাটের ভিডিও সমর্থন করেwww.fanvista.net থেকে ডাউনলোড করতে পারেন সফটওয়্যারটি ইনস্টল করতে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ ইনস্টল থাকতে হবে সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, সার্ভার ২০০৩/২০০৮, ভিসতা বা সেভেন এ চলবে দারুন গ্রাফিক্সের ৪.৯৯ মেগাবাইটের এই কনভার্টার

অবমুক্ত হলো ইয়াহু! ম্যাসেঞ্জার ১০

জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ইয়াহু! ম্যাসেঞ্জার এর নতুন সংস্করণ ১০ এর পরীক্ষামূলক সংস্করণ বের হয়েছিলে বেশ কিছুদিন আগে, অবশেষে তাদের অফিসিয়াল সাইটে ফাইনাল সংস্করণ অবমুক্ত হয়েছে ম্যাসেঞ্জারটি উইন্ডোজের পাশাপাশি ম্যাক, মোবাইল এবং আইফোনে ব্যবহার করা যাবে নতুন এই ম্যাসেঞ্জারে যুক্ত হয়েছে হাই কোয়ালিটি ভিডিও কলিং, ওয়াই আপডেট (কন্ট্রাক্ট লিষ্টে থাকা ব্যাক্তির হালনাগাত তথ্য ইত্যাদি নিজের আপডেট বন্ধ করতে বা অন্যের আপডেট বন্ধ করতে পারবেন Messenger > Preferences > Yahoo! Updates গিয়ে
নতুন এই ম্যাসেঞ্জারটির বিস্তারিত পাওয়া যাবে www.ymessengerblog.com/blog এখানে এবং http://messenger.yahoo.comhttp://download.yimg.com/ycs/msg/dl/msgr10/us/ymsgr1000_1102_us.exe এই লিংকে
থেকে ডাউনলোড করা যাবে আর অফলাইন সংস্করণ পাওয়া যাবে

Thursday, November 5, 2009

বিনামুল্যে ১ বছরের এভাস্ট এন্টিভাইরাস

বিনামূল্যে বিভিন্ন এন্টিভাইরাস পাওয়া যায়। এগুলোর মধ্যে এভাস্ট অন্যতম। এভাস্ট হোম সংস্করণের জন্য বিনামূল্যে ১ বছরের লাইসেন্স কী পাওয়া যায় এভাস্টের ওয়েবসাইট থেকেই। সফটওয়্যারটি ডাউনলোড করতে থেকে www.avast.com সাইটে গিয়ে FREE Software ট্যাবে যান এবং ৩২ মেগাবাইটের avast! HOME EDITION ডাউনলোড করুন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে কম্পিউটার রিস্টার্ট হলে আপডেট করুন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে আপনা আপনি আপডেট হবে কিন্তু ইন্টারনেট না থাকলে www.avast.com/eng/updates.html থেকে আপডেট ফাইলটি ডাউনলোড করে চালু করে আপডেট রাখতে পারবেন। ১ বছরের ফ্রি লাইসেন্স কীর জন্য www.avast.com/eng/home-registration.php থেকে avast! Home নির্বাচন করে রেজিস্ট্রেশন করুন। তাহলে আপনার মেইলে লাইসেন্স কী যাবে। এবার সিস্টেম ট্রের এভাস্ট আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে About avast! এ ক্লিক করুন। এবার License key বাটনে ক্লিক করে লাইসেন্স কী লিখে Ok বাটনে ক্লিক করে করুন। এবার ১ বছর নিশ্চিন্তে ব্যবহার করুন। এভাস্ট এন্টিভাইরাস।

অনলাইনে একসাথে ২১টি এন্টিভাইরাসে ফাইল স্ক্যান করা

বিভিন্ন এন্টিভাইরাস ওয়েবসাইটে অনলাইনেই ভাইরাস স্ক্যান করার ব্যবস্থা আছে। তবে একটি সাইটে যদি জনপ্রিয় ২১টি এন্টিভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করা যায় তাহলে কেমন হয়! এমনই একটি ম্যালওয়্যার স্ক্যান করার ওয়েব সাইট হচ্ছে জ্যোত্তি ডট অর্গ। এই ম্যালওয়্যার স্ক্যান সাইটে বিনামূল্যে ফাইল স্ক্যান করা যাবে। তবে এখানে ১৫ মেগাবাইট পর্যন্ত ফাইল এখানে স্ক্যান করার ব্যবস্থা আছে। সাইটটির ২১টি এন্টিভাইরাসের মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, এভিজি, পান্ডা, এভাস্ট, ড. ওয়েব অন্যতম। সাইটির ঠিকানা www.jotti.org