Thursday, November 26, 2009

আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিন!!

আজ থেকে আপনি চাইলে আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! আবার নেভানো ও যাবে। আপনি যেহেতু আগুনটা ধরিয়েছেন আপনিই নেভাতে পারবেন। আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। খুবি মজার আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরান আবার নেভান। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। এখন বলি কিভাবে আগুন লাগাবেন আপনার ডেক্সটপে। প্রথমে আপনাকে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে সফটওয়্যারটি চালূ করুন। চালূ করার পরে start over লেখাটি দেখতে পাবেন। ঐখানে ক্লিক করে আপনি আপনার খুশি মতে আপনার ডেক্সটপে আগুন লাগাতে পারেন মাউস দিয়ে। আপনি চাইলেই আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিকেও আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারেন। এই জন্য আপনাকে যেতে হবে about এ। about গিয়ে দেখতে পাবেন নিছে লিখা আছে my desktop icons on fire। ঐ খানে ক্লিক করুন। তা হলেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে ও আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান :)। files এ গিয়ে load আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান। ভালো লাগলে জানাবেন। আরো একটা মজার সফটওয়্যার আছে আমার কাছে আপনাদের ভালো লাগলে ঐটাকে নিয়ে লিখবো।

No comments:

Post a Comment