Thursday, December 10, 2009

একই পিসিতে একাধিক YAHOO! Messenger চালু করার কৌশল


একই পিসি থেকে একাধিক YAHOO! Messenger চালু ও একাধিক আইডি দিয়ে ইয়াহুতে চ্যাটিং করা যায়।

১. Win Key + R চাপুন অথবা Start এ গিয়ে Run এ ক্লিক করুন।
২. regedit লিখে এন্টার দিন।
৩. HKEY_CURRENT_ USER -> Software -> yahoo -> pager এ ক্লিক করুন।
৪. Pager এ গিয়ে Test এ রাইট মাইস ক্লিক করে New তে গিয়ে DWORD প্রেস করুন, নাম দিন Plural এবং ভ্যালু সেট করুন 00000001

৫. Registry Editor বন্ধ করে পিসি রিস্টার্ট দিন। আর যত খুশি ID দিয়ে চ্যাটিং করুন।

No comments:

Post a Comment