Tuesday, February 23, 2010

বিনামূল্যে অফিস ফাইল রিকভারি সফটওয়্যার


”"”"”"”"লিখেছেন মেহেদী আকরাম”"”"”"”"”"
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট অফিস অপরিহার্য। অফিসের দরকারী ফাইগুলো ভাইরাসে আক্রান্ত হলে বা অনান্য কারনে মুছে গেলে বা নষ্ট হলে খোলা যায় না। এসব ফাইলগুলো সহজে এবং দ্রুত রিকভার করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে ওয়ান্ডারশেয়ার অফিস রিকভারী অন্যতাম। এই সফটওয়্যার অফিস ৯৭ থেকে ২০০৭ পর্যন্ত সকল ধরনের ফাইল এবং পিডিএফ সমর্থন করে।
মাত্র ২.৮ মেগাবাইটের সফটওয়্যারটি http://www.data-recovery-utilities.com/office-recovery/ থেকে ডাউনলোড করা যাবে। বর্তমানে বিনামূল্যে সফটওয়্যারটি লাইসেন্স কী পাওয়া যাচ্ছে। এই ফ্রি অফারটি ১০এপ্রিল ২০১০ পর্যন্ত কার্যকর থাকবে। ফ্রি লাইসেন্স কী পেতে অফিস রিকভারী পেজে গিয়ে Get Keycode Free বাটনে ক্লিক করে নাম এবং ইমেইল ঠিকানা লিখে Get Keycode বাটনে ক্লিক করলে ইমেইলে কীকোডসহ সরাসরি ডাউনলোড লিংক আসে।

Monday, February 15, 2010

উইন্ডোজের সুর বদল করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু এবং বন্ধ করার সময় চাইলেনানা ধরনের সুর শোনা যায়। এতে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সুর ঠিক করা থাকে। ইচ্ছে করলে এ সুর বদলানো যায়। এ জন্য *.wav ফাইল নির্বাচন করতে হবে। তবে ফাইলটির আকার ১ মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনার পছন্দের সুরটি অন্য ফরম্যাটে থাকলে *.wav-এ রূপান্তর করে নিন। এবার পছন্দের সুরটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ (সেভ) করুন। এবার ফাইলদুটি C:\Windows\Media-তে কপি অথবা পেস্ট করলেই তা উইন্ডোজের সুর হিসেবে বাজবে।
কাজটি অন্যভাবেও করা যায়। যেকোন wav ফাইলকে যেকোন ফোল্ডার থেকে ব্রাউজ করেও এ কাজটি করা যায়। যেমনঃ Start> Control Panel> Sound And Audio Devices Properties>select SOUND tab>Sound scheme>select windows default. from programe event select “Start Windows” Click Browse এখন আপনার পছন্দের যেকোন WAV ফাইলকে যেকোন ফোল্ডার থেকে সিলেক্ট করুন । Play বাটনে কিক্ল করুন এখন আপনার প্রত্যাশিত মিউজিকটা শুনতে পাবেন। এখন Apply & Ok-তে কিক্ল ...

অনলাইন থেকে জিপ ফাইল আনজিপ করুন



আপনাদেরকে একটি ওয়েবসাইটের খোঁজ দিচ্ছি, যেখান থেকে সরাসরি জিপ করা ফাইলগুলো আনজিপ করে নেয়া যাবেএই সাইট থেকে 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB এবং NSIS ফরম্যাটের কম্প্রেস্‌ড ফাইলগুলো আনজিপ করতে পারবেন পাশাপাশি অন্য সাইট থেকে সরাসরি কম্প্রেস্‌ড ফাইল আনজিপ করে ডাউনলোড করা যাবে এজন্য শুধু ফাইলটির URL কপি পেষ্ট করে দিন তবে সীমাবদ্ধতা হল সর্বোচ্চ ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইলকে আনজিপ করা যাবে
এই ওয়েবসাইটের ঠিকানা হল এখানে

Thursday, February 11, 2010

আপনার জন্য একটা কাজের সফটওয়্যার

আসলে কম্পিউটারে বসলে বাংলা লেখা মুঠেও লিখতে ইচ্ছা করে না। কিন্তু আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই এই সফটওয়্যারটার সর্ম্পকে আমি অনেক আগে থেকে জানতাম, হয়ত আপনারাও জানেন, আবার এটাও ঠিক অনেকে হয়ত জানে না। এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোস ডক্টর। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় টেম্পরারি,বেকআপ ইত্যাদি... ইত্যাদি... ফাইলের কারণে কম্পিউটারের গতি কমে যায় এবং বিভিন্ন এরর দেখায়। আর তাই এই সফটওয়্যার দ্বারা scan করে সব এরর মুছে ফেলা যাবে এবং আপনার কম্পিউটার হবে খুব দ্রুতগতি সম্পন্ন।আসলে কম্পিউটারে বসলে বাংলা লেখা মুঠেও লিখতে ইচ্ছা করে না। কিন্তু আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই এই সফটওয়্যারটার সর্ম্পকে আমি অনেক আগে থেকে জানতাম, হয়ত আপনারাও জানেন, আবার এটাও ঠিক অনেকে হয়ত জানে না। এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোস ডক্টর। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় টেম্পরারি,বেকআপ ইত্যাদি... ইত্যাদি... ফাইলের কারণে কম্পিউটারের গতি কমে যায় এবং বিভিন্ন এরর দেখায়। আর তাই এই সফটওয়্যার দ্বারা scan করে সব এরর মুছে ফেলা যাবে এবং আপনার কম্পিউটার হবে খুব দ্রুতগতি সম্পন্ন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে